Kolkata: শহরের রাস্তায় ইতিউতি ঘুরছে যুবক, হাতের চাদর খুলতেই বেরিয়ে এল মৃতদেহ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 01, 2021 | 4:51 PM

Kolkata Police: কেন এভাবে ভাইয়ের মৃতদেহ নিয়ে ঘুরছিল ওই যুবক? জানাত চেষ্টা করছে পুলিশ।

Kolkata: শহরের রাস্তায় ইতিউতি ঘুরছে যুবক, হাতের চাদর খুলতেই বেরিয়ে এল মৃতদেহ
পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর (প্রতীকী ছবি)

Follow Us

কলকাতা: শহরের রাস্তায় মৃতদেহ চাদরে মুড়ে ঘুরে বেড়াচ্ছিলেন এক যুবক। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ঠাকুরপুকুরে (Thakurpukur)। শুক্রবার সকালে ওই এলাকায় থেকে যুবককে আটক করে পুলিশ (Kolkata Police)। জেরা করে পুলিশ জানতে পারে আদতে ওই চাদরে মোড়া দেহটি আসলে ওই যুবকের ভাইয়ের। কেন নিজের ভাইয়ের দেহ এ ভাবে নিয়ে রাস্তায় ঘুরছিল ওই যুবক, আটক করে তা জানার চেষ্টা করছে পুলিশ। আটক হওয়া যুবকের নাম কৃষ্ণ ঘোষ (Krishna Ghosh)।

শুক্রবার সকালের ঘটনা। ঠাকুরপুকুরের রাস্তায় ওই যুবককে ঘুরে বেড়াতে দেখা যায়। তাঁর হাতে ছিল চাদরের একটা পুঁটলি। আর সেটা যে বেশ ভারী, তা অনুমান করেছিলেন স্থানীয়রা। অনেকেরই বিষয়টা নিয়ে সন্দেহ হয়। চাদরের মধ্যে কী আছে, সেই বিষয়ে জিজ্ঞাসা করলে কাউকে উত্তর দিচ্ছিলেন না তিনি। তখনই ঠাকুরপুকুর থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ।

ওই যুবকের হাতের চাদর টেনে খুলতেই বেরিয়ে আসে মৃতদেহ। দেখা যায় এক যুবকের দেহ বাঁধা ছিল ওই চাদরে। জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে আসলে ওটার তাঁর ভাইয়ের মৃতদেহ। মৃত যুবকের নাম নারায়ণ ঘোষ বলে জানান কৃষ্ণ নামে ওই যুবক। পুলিশকে এও জানান যে তাঁর বাড়ি মহেশতলায়। সেখান থেকে ট্যাক্সিতে মৃতদেহ নিয়ে এই এলাকায় এসেছেন তিনি।

আরও পড়ুন: Private School Fees: স্কুলের ফি নিয়ে বেসরকারি স্কুলগুলিকে বিশেষ নির্দেশ হাইকোর্টের

স্বাভাবিকভাবেই এই ঘটনায় একাধিক প্রশ্ন সামনে আসছে। কেন নিজের ভাইয়ের মৃতদেহ ওই ভাবে চাদরে বেঁধে ঘুরছিলেন ওই যুবক? তাঁর ভাইয়ের মৃত্যুই বা হল কী ভাবে? খুন নাকি কোনও দুর্ঘটনা? সেই কারণও খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। আপাতত কৃষ্ণ ঘোষ নামে ওই যুবককে ঠাকুরপুকুর থানায় আটক করে রেখেছে পুলিশ।

আরও পড়ুন: Suvendu Adhikari: ‘বাঁধ করেননি, ভাতায় খরচ করেছেন’, মমতার ‘ম্যানমেড’ তত্ত্ব খারিজ শুভেন্দুর

আরও পড়ুন: CM Mamata Banerjee: প্লাবনে সেই ‘ম্যান মেড’ তত্ত্ব, সেই ডিভিসিকেই দুষলেন মমতা! পাল্টা অধীর, ‘সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন?’

Next Article