AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘কোর্টে যাব…’, এবার কমিশনের দিকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক

Abhishek Banerjee Slams BJP: সংগঠনের দুর্বলতা, তাই রাজনৈতিক পথে নয়, বিজেপি লড়াই চালাচ্ছে কমিশন, ইডির পথে। সোমবার 'সেবাশ্রয় ২'-এর উদ্বোধনী মঞ্চ থেকে এই অভিযোগটাই তুললেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বাংলায় ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের সূচনা পর্ব থেকে গেরুয়া শিবিরের এক দাবি। বাদ যাবে ১ কোটি নাম।

Abhishek Banerjee: 'কোর্টে যাব...', এবার কমিশনের দিকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক
বাঁদিকে জ্ঞানেশ কুমার, ডান দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: PTI
| Edited By: | Updated on: Dec 01, 2025 | 1:35 PM
Share

কলকাতা: এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের দিকে চ্য়ালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্য়োপাধ্যায়। দিলেন, আদালতে যাওয়ার হুমকিও। সম্প্রতি তাঁর তৈরি একটি ১০ সদস্যের প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে। সেই বৈঠকে তৃণমূলের তরফে মোট পাঁচটি প্রশ্ন করা হয়। কিন্তু কোনওটারই কমিশন ‘সদুত্তর দেয়নি’ বলেই দাবি অভিষেকের।

এদিন তৃণমূল সাংসদ বলেন, ‘আমরা যে পাঁচটা প্রশ্ন করেছিলাম, তার একটারও উত্তর দেননি মুখ্য নির্বাচন কমিশনার। সেদিন রাতে কিছু প্রশ্ন লিক হয়েছে। তবে আমি কমিশনকে চ্যালেঞ্জ করছি, আপনারা যদি পাঁচটা প্রশ্নের একটারও উত্তর দিতে পারেন, আমরাও যদি মনে করি, আপনি সদুত্তর দিতে পেরেছেন, তারপর আপনাকে আমরা কোর্টে নিয়ে যাব। আমি ভেবেচিন্তেই সব বলছি, হাওয়ায় কথা বলা আমার স্বভাব নয়। আপনি পাঁচটা প্রশ্নের একটার উত্তর দিন। কিন্তু পারবেন না।’

বিজেপির দিকে তোপ

সংগঠনের দুর্বলতা, তাই রাজনৈতিক পথে নয়, বিজেপি লড়াই চালাচ্ছে কমিশন, ইডির পথে। সোমবার ‘সেবাশ্রয় ২’-এর উদ্বোধনী মঞ্চ থেকে এই অভিযোগটাই তুললেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বাংলায় ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের সূচনা পর্ব থেকে গেরুয়া শিবিরের এক দাবি। বাদ যাবে ১ কোটি নাম। সে রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হোক কিংবা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। প্রত্যেকের মুখেই এক কথা। কমপক্ষে ‘বাদ যাবে’ ১ কোটি নাম।

অভিষেকের কথায়, ‘এরা এত পারদর্শী কীভাবে? হাইকোর্ট কবে, কী নির্দেশ দেবে তা আগে থেকে বলে দেয়। কমিশন কত নাম বাদ দেবে, সব আগে থেকে বলে দেয়। ইডি, সিবিআই, কমিশনের ভরসায় ভোট জিতবে ভেবেছে বিজেপি।’ বলে রাখা প্রয়োজন, এই পূর্বাভাসের তালিকায় একটি নব্য সংযোজন ঘটিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে ভোট শুরু হয়ে যাবে বলে দাবি তাঁর।