Abhishek Banerjee: জেলাওয়াড়ি বৈঠকে অভিষেক! ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে উঠবে মতুয়া প্রসঙ্গ?
Abhishek Banerjee Meeting: দলীয় সূত্রে খবর, অভিষেকের বৈঠকে নির্দিষ্ট এলাকার বিধায়ক থেকে শাখা সংগঠনের নেতা, উপস্থিত থাকবেন প্রত্যেকেই। সকাল ১১টা থেকে শুরু হয়েছে বনগাঁ সাংগঠনিক জেলার বৈঠক। আর দুপুর দেড়টা নাগাদ রয়েছে দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার বৈঠক।

কলকাতা: ফের জেলাওয়াড়ি বৈঠকে বসলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে বনগাঁ, দমদম-ব্যারাকপুরের সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে আলোচনায় বসলেন তিনি। যখন মতুয়া ইস্যুতে দলের অন্দরে বেড়েছে অস্বস্তি, সেই আবহে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দলীয় সূত্রে খবর, অভিষেকের বৈঠকে নির্দিষ্ট এলাকার বিধায়ক থেকে শাখা সংগঠনের নেতা, উপস্থিত থাকবেন প্রত্যেকেই। সকাল ১১টা থেকে শুরু হয়েছে বনগাঁ সাংগঠনিক জেলার বৈঠক। আর দুপুর দেড়টা নাগাদ রয়েছে দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার বৈঠক।
শিকে ছিঁড়বে কোন্দলের?
এই দুই জেলায় একটা সাদৃশ্য রয়েছে, তা হল বিজেপির প্রভাব। যার জেরে তৃণমূলের অন্দরেও ‘সিদ্ধান্ত’ বা কৌশল নিয়ে একটা গোষ্ঠী দ্বন্দ্বের ক্ষেত্র তৈরি হয়ে থাকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দল বড় হলে মত ভিন্ন হবেই। এবার সেই ভিন্ন মতকে মেনে আজকের বৈঠকে কোন্দল রুখতে কী বার্তা দেন অভিষেক, নজর থাকবে সেই দিকেও।
মতুয়া ইস্যু
অভিষেকের জেলাওয়াড়ি সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকবেন বনগাঁ সংগঠনের নেতারাও। সম্প্রতি, মতুয়াদের প্রসঙ্গে নদিয়ার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের ‘অবমাননাকর’ মন্তব্য ঘিরে চড়েছে রাজনীতি। মতুয়াগড় ঘিরে তৃণমূলের মধ্যেই দেখা গিয়েছে বিভেদ। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিল আরেক তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। সেই চিঠিতে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য মহুয়াকে সময়ও বেঁধে দেন মতুয়ারা। এবার সেই আবহেই বনগাঁর সাংগঠনিক জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অভিষেক।
