RG Kar মডেলেই ন্যাশনাল মেডিক্যালে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ, টিভি-৯ বাংলার হাতে বিস্ফোরক চিঠি
আরজি কর দুর্নীতি কাণ্ডে ন্যাশনালেও হানা দিয়েছে সিবিআই। এমতাবস্থায়, অ্যাডিশনাল মেডিক্যাল সুপারের চিঠি অস্ত্র হতে পারে সিবিআইয়ের। মত ওয়াকিবহাল মহলের। এরইমধ্যে ন্যাশনাল মেডিক্যালে কেলেঙ্কারির জল গড়িয়েছে রাজ্য গ্রিভান্স সেল পর্যন্তও।
কলকাতা: স্বাস্থ্যক্ষেত্রে সন্ধান মিলল আরও এক আরজি করের। আরজি কর মডেলেই ন্যাশনাল মেডিক্যাল কলেজে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ। ন্যাশনালে আরজি করের ধাঁচে ওষুধ, চিকিৎসা সামগ্রী ক্রয় নিয়ে টিভি নাইনের হাতে অ্যাডিশনাল মেডিক্যাল সুপার কিংশুক বিশ্বাসের লেখা একাধিক বিস্ফোরক চিঠি। ‘যাচাই না করেই বিলে সই করার জন্য চাপ দেওয়া হচ্ছে’, এমএসভিপি অর্ঘ্য মৈত্রকে চিঠি লিখে এ ভাষাতেই বিস্ফোরক অভিযোগ করেছেন অতিরিক্ত মেডিক্যাল সুপার কিংশুক বিশ্বাস।
সরকারি নিয়মে বিল যাচাই করে সই করেন অতিরিক্ত মেডিক্যাল সুপার (এএমএস)। ন্যাশনালে সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ। কারা মানছেন না সরকারি নির্দেশনামা? অতিরিক্ত মেডিক্যাল সুপারের নিশানায় এমএসভিপি’র কার্যালয়ের আধিকারিকদের একাংশ। প্রসঙ্গত, ন্যাশনালের এমএসভিপি থেকে আরজি করের অধ্যক্ষ হন সন্দীপ ঘোষ। সেই সূত্রেই দুর্নীতির অভিযোগে এবার ভিন্ন মাত্রা যোগ।
এদিকে আরজি কর দুর্নীতি কাণ্ডে ন্যাশনালেও হানা দিয়েছে সিবিআই। এমতাবস্থায়, অ্যাডিশনাল মেডিক্যাল সুপারের চিঠি অস্ত্র হতে পারে সিবিআইয়ের। মত ওয়াকিবহাল মহলের। এরইমধ্যে ন্যাশনাল মেডিক্যালে কেলেঙ্কারির জল গড়িয়েছে রাজ্য গ্রিভান্স সেল পর্যন্তও। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে এ ধরনের ঘটনায় নিষ্পত্তি করতেই রাজ্য গ্রিভান্স সেল গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কার্যালয়েও আর্থিক অনিয়ম নিয়ে পাঠানো হয়েছে অভিযোগ। ‘আমার সঙ্গে অন্তত দুর্নীতির সম্পর্ক নেই’, অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলছেন ন্যাশনালের এমএসভিপি অর্ঘ্য মৈত্র। তাহলে কি অন্যদের সঙ্গে দুর্নীতির সম্পর্ক রয়েছে? এমএসভিপি’র প্রতিক্রিয়ায় তুঙ্গে জল্পনা। দুর্নীতির অভিযোগ ওড়াননি অতিরিক্ত মেডিক্যাল সুপারও।
ন্যাশনালে আর্থিক অনিয়মের ঠিক কী কী অভিযোগ উঠেছে?
অভিযোগ, যাচাই না করেই বিলে সই করার জন্য অতিরিক্ত মেডিক্যাল সুপারকে চাপ দেওয়া হচ্ছে। অর্থ দফতরের নিয়ম মেনে হচ্ছে না ই-টেন্ডার। আরজি করের মতোই পছন্দের ভেন্ডরদের ওষুধ, চিকিৎসা সরঞ্জামের বরাত দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। সরকারি তালিকায় থাকা ওষুধ ইনডেন্ট হলেও অনিয়মিতভাবে হচ্ছে সরবরাহ। সরবরাহের ঘাটতি দেখিয়ে ঘুরপথে পছন্দের ভেন্ডরদের বরাত দেওয়া হচ্ছে। তাতেই কোটি কোটি টাকা সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে অভিযোগ।
এ নিয়েই এমএসভিপি অর্ঘ্য মৈত্রকে চিঠি লিখে বিস্ফোরক অভিযোগ করেছেন অতিরিক্ত মেডিক্যাল সুপার কিংশুক বিশ্বাস। তাতেই তিনি লিখছেন, আরজি করের মতো অর্থ দফতরের নিয়ম না মেনে ই-টেন্ডার না ডেকে পছন্দ মতো ভেন্ডরদের দেওয়া হচ্ছে ওষুধ-চিকিৎসা সামগ্রীর বরাত। বিল যাচাই না করে সই করানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। অতীতে এএমএসের অফিস এড়িয়ে সই হয়েছে একের পর এক বিল। অভিযোগ সামনে আসতেই তা নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে স্বাস্থ্য মহলের অন্দরে। এখন দেখার শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায়।