Arjun Singh: গ্রেফতারির আশঙ্কা? ফের রক্ষাকবচ চাইলেন অর্জুন
BJP LeadeerArjun Singh: বস্তুত, ভাটপাড়া পুরসভা দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে বিজেপি নেতা অর্জুন সিং-কে নোটিস পাঠিয়েছিল সিআইডি। ১২ নভেম্বর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তবে তার আগেই হাইকোর্টের দ্বারস্থ হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ।
কলকাতা: ফের রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিজেপি নেতা অর্জুন সিংয়ের। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ মেনে অর্জুন হাজিরা দেবেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ ডিসেম্বর। কিন্তু ওই সময় পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হয়নি। রক্ষাকবচ দেওয়া হোক। এই মর্মে আদালতের দ্বারস্থ অর্জুন সিং। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। বুধবার শুনানির সম্ভাবনা।
বস্তুত, ভাটপাড়া পুরসভা দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে বিজেপি নেতা অর্জুন সিং-কে নোটিস পাঠিয়েছিল সিআইডি। ১২ নভেম্বর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তবে তার আগেই হাইকোর্টের দ্বারস্থ হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। নোটিস খারিজের আবেদন জানান তিনি। অর্জুন অভিযোগ, উপভোটের আগে তাঁকে হেনস্থা করতেই এই নোটিস পাঠানো হয়েছে। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ নির্দেশ দেন, মঙ্গলবার নয় আগামী ১৪ নভেম্বর জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি।
এরপর মঙ্গলবার ফের হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন। তাঁর আশঙ্কা ১৪ নভেম্বর তাঁকে জিজ্ঞাসাবাদের পর হয়ত গ্রেফতার করতে পারে রাজ্যের তদন্তকারী সংস্থা। সেই কারণেই আগেভাগে রক্ষাকবচ চেয়েছে আদালতে বিজেপি নেতা। উল্লেখ্য, ২০১০ থেকে ২০১৯ সালে কিছুটা সময় পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। এরপর যোগ দেন বিজেপিতে। প্রার্থী হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। সেই নির্বাচনে জিতে সাংসদও হন। ২০২০ সালে অর্জুনের আমলে ভাটপাড়া পুরসভায় দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ, ভাটপাড়া পুরসভার নালা সংস্কারের নামে টেন্ডার ডাকা হয়েছিল। টেন্ডার পায় অর্জুন ঘনিষ্ঠ একটি সংস্থা। সাড়ে চার কোটি টাকার দুর্নীতির অভিযোগ। পুরনো সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য অর্জুনকে নোটিস পাঠিয়েছিল সিআইডি।