Weather Update: পঞ্চাশ বছরের সেরা গরম এবারের এপ্রিলে?

Weather Update: তাপপ্রবাহের সতর্কতা থাকছে উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতেও। তাপপ্রবাহ দেখা যেতে পারে মালদহ ও দুই দিনাজপুরে। অন্যদিকে সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং ও কালিম্পংয়ে।

Weather Update: পঞ্চাশ বছরের সেরা গরম এবারের এপ্রিলে?
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2024 | 4:34 PM

কলকাতা: দিন যত যাচ্ছে ততই যেন বাড়ছে তাপপ্রবাহের তেজ। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে দিনে দিনে হু হু করে চড়ছে পারদ। রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান,  বীরভূমে রয়েছে লাল সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় জারি কমলা সতর্কতা। হলুদ সতর্কতা থাকছে মালদহ ও দুই দিনাজপুরে। সোমবার থেকে রাজ্যের কিছু প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে পারদ কিছুটা কমলেও অস্বস্তিকর গরমের হাত থেকে এখনই রেহাই নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এপ্রিল শেষ পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। হাওয়া অফিস বলছে গত ৫০ বছরে এপ্রিলে কলকাতাতে এইভাবে একটানা গরম দীর্ঘস্থায়ী হয়নি। 

যদিও গত বছরই পাঁচ দিন এপ্রিলের তাপমাত্রা চল্লিশের উপরে ছিল। এবার ইতিমধ্যেই বাঁকুড়া, পানগড়ের পারা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে গিয়েছে। কলকাতাতে গরম স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি। তথ্য বলছে, ১৯৮০ সালের এপ্রিলে একবার পারা ঠেকেছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে। ২০১৩ সালেও একবার ৪১ ডিগ্রি হয়েছিল। ২০১৬ সালেও চরম তাপমাত্রা দেখা গেলেও এতটা দীর্ঘমেয়াদে তা অনুভব করা যায়নি। 

২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিলের মধ্যে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন। তবে দু’দিনের মধ্যেই ফের খেল দেখাবে অসহ্য গরম। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বইবে গরম হাওয়া। আগামী দু’দিন কলকাতা, হাওড়া, হুগলি একটু রেহাই পেলেও বাকি জেলাগুলিতে থাকছে তাপপ্রবাহের সতর্কতা। ২৪ থেকে ২৫ তারিখ থেকে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় আরও অনেকটা বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। 

অন্যদিকে তাপপ্রবাহের সতর্কতা থাকছে উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতেও। তাপপ্রবাহ দেখা যেতে পারে মালদহ ও দুই দিনাজপুরে। অন্যদিকে সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং ও কালিম্পংয়ে। তবে তাতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলে মনে করা হচ্ছে।