Arjun Singh News: অর্জুনের বাড়িতে বোমাবাজি, রাজ্যকে রিপোর্ট দিতে বলল হাইকোর্ট

Calcutta High court: এখানেই শেষ নেয়, বিচারপতি এও নির্দেশ দিয়েছেন, অর্জুনের বাড়ির এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে রাজ্য সরকারকে। অর্জুনের সিং-এর আইনজীবীর দাবি, পুলিশ এক্সপ্লোসিভ অ্যাক্ট প্রয়োগ করেছে।

Arjun Singh News: অর্জুনের বাড়িতে বোমাবাজি, রাজ্যকে রিপোর্ট দিতে বলল হাইকোর্ট
অর্জুন সিং (ফাইল ছবি)Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2024 | 5:45 PM

ব্যারাকপুর: বিজেপি নেতা অর্জুন সিং-এর বাড়িতে সম্প্রতি বোমা মারার ঘটনা ঘটেছিল। এবার সেই ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। এনআইএ আইন মেনে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছে রাজ্য? প্রশ্ন বিচারপতি শম্পা দত্তের। পরবর্তী শুনানিতে সেই রিপোর্ট দিতে হবে রাজ্যকে।

এখানেই শেষ নেয়, বিচারপতি এও নির্দেশ দিয়েছেন, অর্জুনের বাড়ির এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে রাজ্য সরকারকে। অর্জুনের সিং-এর আইনজীবীর দাবি, পুলিশ এক্সপ্লোসিভ অ্যাক্ট প্রয়োগ করেছে। কিন্তু এক্সপ্লোসিভ সাবস্টেন্স আইন প্রয়োগ করার কথা। এরপর কেন্দ্রের আইনজীবীর সওয়াল ডিউল অফেন্স হলে কেন্দ্রকে জানানোর কথা। তারপরে কেন্দ্র প্রয়োজনে এনআইএ দেবে কি না বিবেচনা করবে। এরপরই রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারপতি। ছুটির পর মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, সম্প্রতি অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। এমনকী বাড়ি লক্ষ্য করে গুলিও করা হয় বলে দাবি। তৃণমূলের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। যদিও, তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম গোটা বিষয়টি অস্বীকার করেন। প্রায় কুড়ি থেকে পঁচিশটি বোমা পড়ে প্রাক্তন সাংসদের বাড়ি লক্ষ্য করে। সেই ঘটনায় রিপোর্ট তলব করল আদালত।