Weather Update: কালীপুজোয় বৃষ্টি? শীতই বা কতদূরে? কী বলছে আবহাওয়া দফতর

Weather Update: রবিবার ভাইফোঁটার দিন বৃষ্টির কোনও সম্ভাবনা কার্যত থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের দিকের জেলাগুলিতে অল্প হলেও বৃষ্টির পূর্বাভাস থাকছে। হাওয়া অফিস বলছে, নভেম্বরের শুরু থেকেই শুষ্ক আবহাওয়ার প্রভাব আরও বেশি মাত্রায় শুরু হয়ে যাবে রাজ্যে।

Weather Update: কালীপুজোয় বৃষ্টি? শীতই বা কতদূরে? কী বলছে আবহাওয়া দফতর
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2024 | 5:37 PM

কলকাতা: কয়েকদিন আগেই দানার রুদ্ররূপ দেখেছে বাংলা। ছারখার হয়েছে উপকূলবর্তী এলাকা। তবে বিগত কয়েকদিন ধরে মোটের উপর শুকনো রয়েছে বাংলার আকাশ। হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনও একই ছবি দেখা যাবে বাংলার আকাশে। তবে বৃষ্টি যে একেবারেই হবে না এমনটা নয়। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায়  বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এ ছবি দক্ষিণবঙ্গের হলেও আগামী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে। 

বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালীপুজোর দিনেও। তবে সেই বৃষ্টি ক্ষণিকের। অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়াতে। কালীপুজোতে উত্তরবঙ্গের উপরের পাঁচজেলাতেও একই ছবি দেখা যাবে। 

তবে রবিবার ভাইফোঁটার দিন বৃষ্টির কোনও সম্ভাবনা কার্যত থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের দিকের জেলাগুলিতে অল্প হলেও বৃষ্টির পূর্বাভাস থাকছে। হাওয়া অফিস বলছে, নভেম্বরের শুরু থেকেই শুষ্ক আবহাওয়ার প্রভাব আরও বেশি মাত্রায় শুরু হয়ে যাবে রাজ্যে। আরও কমে যাবে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমতে থাকবে। অর্থাৎ, শীতের যে আর বেশি দেরি নেই, তাই আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন আবহাওয়াবিদরা।