Gardenreach Police: খোদ পুলিশকে চুল ধরে টানতে টানতে রাস্তার মাঝে নিয়ে গেল… ভয়ঙ্কর অভিযোগে গার্ডেনরিচে
Gardenreach Police: গার্ডেনরিচের পাহাড়পুর রোডে একটি বারোয়ারি পুজোর ভাসান চলছিল। সেই ভাসান চলাকালীন এই ঘটনা ঘটে। পুজোর ভাসানকে কেন্দ্র করেই গোলমাল শুরু হয়। সেখানেই আক্রান্ত হয় পুলিশ। ঘটনায় এক মহিলা সিভিক ভলান্টিয়ার সহ মোট চারজন পুলিশকর্মী আহত হয়েছেন।

কলকাতা: খাস কলকাতায় পুলিশকে মার। গার্ডেনরিচে দুর্গা পূজার ভাসানের সময় বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ভাসান চলাকালীন বচসা বাঁধে। পুলিশ থামাতে গেলে পুলিশকর্মীদেরই ইট-লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। রাস্তায় ফেলে পুলিশকর্মীদের টানতে টানতে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাত ১০টা নাগাদ ওই ঘটনা ঘটে। গার্ডেনরিচের পাহাড়পুর রোডে একটি বারোয়ারি পুজোর ভাসান চলছিল। সেই ভাসান চলাকালীন এই ঘটনা ঘটে। পুজোর ভাসানকে কেন্দ্র করেই গোলমাল শুরু হয়। সেখানেই আক্রান্ত হয় পুলিশ। ঘটনায় এক মহিলা সিভিক ভলান্টিয়ার সহ মোট চারজন পুলিশকর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশকর্মীদের চুল ধরে টানতে টানতে রাস্তার মাঝে নিয়ে যাওয়া হয়। অভিযোগে খুনের চেষ্টার কথা উল্লেখ করেছে পুলিশ। মহিলা পুলিশের শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ।
গত বৃহস্পতিবার ছিল দশমী। তবে অনেক ঠাকুরই থেকে গিয়েছিল মণ্ডপে। একাদশী, দ্বাদশীতেও অনেক জায়গায় বিসর্জন হয়েছে। আজ, রবিবার রয়েছে কার্নিভাল। সেখানে প্রদর্শনীর পরই শহরের সব বড় বড় ঠাকুর বিসর্জন হবে। তার জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে রেড রোডে। তার আগেই খাস কলকাতা শহরে এই ঘটনা।
সম্প্রতি এই দুর্গা পূজার ভাসানেই টিটাগড়ে আক্রান্ত হয়েছে পুলিশ। পুলিশকে ধরে কিল-চড়-ঘুষি মারার অভিযোগ উঠেছে সেখানে। পাল্টা লাঠিচার্জ করেছে পুলিশও। টিটাগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ভাসানের দিন মদ খেয়ে দাপাদাপি চলছিল। পুলিশ ঠেকাতে গেলে পাল্টা পুলিশের উপর চড়াও হয় সেই সব লোকজন। চলে মারধর।
বস্তুত জায়গায় জায়গায় পুলিশের উপর অত্যাচারের ঘটনা নতুন কিছু নয়। কিছুদিন আগেই রায়গঞ্জেই মারধর করা হয়েছে পুলিশকে, মুর্শিদাবাদেও ঘটে গিয়েছে একই ঘটনা।
