AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ফোর্ট উইলিয়ামে আসবেন বাংলাদেশের সেনাকর্তারা, কী রয়েছে সেখানে?

Bangladesh Vijay Diwas in Fort William: প্রতিবছরই এই উদযাপনে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাড়ি দেন। অন্যদিকে বাংলাদেশ থেকে সেনাদের একটি প্রতিনিধি দল আসে কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত অনুষ্ঠানে। আসার কথা রয়েছে এই বছরও। রবিবার ফোর্ট উইলিয়াম মেজর জেনারেল ভানগুরু রঘু সাংবাদিকদের জানিয়েছেন, ভারতীয় সেনার আমন্ত্রণে সাড়া দিয়েছে বাংলাদেশের সেনা।

Bangladesh: ফোর্ট উইলিয়ামে আসবেন বাংলাদেশের সেনাকর্তারা, কী রয়েছে সেখানে?
মেজর জেনারেল ভানগুরু রঘুImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Dec 07, 2025 | 7:39 PM
Share

কলকাতা: মুক্তিযুদ্ধের বিজয় দিবসের জন্য কলকাতা থেকে ঢাকায় গেল আমন্ত্রণ। পাঠাল ভারতীয় সেনা। মাঝ ডিসেম্বরের এই বিশেষ দিনে প্রতিবারই যেন জীবন্ত হয়ে ওঠে ৫৪ বছরের সম্পর্ক। কিন্তু এখন আবহাওয়া অনেকটাই বদলে গিয়েছে। একটা গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া, দুই দেশের সমীকরণ আর এই টুকুর মধ্য়ে সীমাবদ্ধ নেই। বদলেছে ভাবনা, বদলেছে কূটনৈতিক আবহ। তবে আগামী ১৬ ডিসেম্বর সেই সব কিছুকে মনে রেখেই ফোর্ট উইলিয়ামে আয়োজন হবে যৌথ বিজয় দিবস উদযাপন।

প্রতিবছরই এই উদযাপনে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাড়ি দেন। অন্যদিকে বাংলাদেশ থেকে সেনাদের একটি প্রতিনিধি দল আসে কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত অনুষ্ঠানে। আসার কথা রয়েছে এই বছরও। রবিবার ফোর্ট উইলিয়াম মেজর জেনারেল ভানগুরু রঘু সাংবাদিকদের জানিয়েছেন, ভারতীয় সেনার আমন্ত্রণে সাড়া দিয়েছে বাংলাদেশের সেনা। সেদিন দু’জন শীর্ষ কর্তা, ৮ জন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার-সহ মোট ২০ জন উপস্থিত থাকবেন ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে। পাশাপাশি, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।

উল্লেখ্য, ৫৪ বছর আগে এই ১৬ ডিসেম্বর কলকাতা থেকে মুক্তিবাহিনীর শীর্ষ আধিকারিকরা তাঁদের থিয়েটার রোডের ঘাঁটি থেকে বিমানবন্দর পর্যন্ত গিয়ে, সেখানে তৎকালীন ইস্টার্ন কমান্ডের সর্বাধিনায়ক, জেনারেল জগজিৎ সিং অরোরার সঙ্গে হেলিকপ্টার চড়ে ঢাকায় উড়ে গিয়েছিলেন। তারপর তৎকালীন পূর্ব পাকিস্তানে এই জেনারেল অরোরার সামনেই কাগজে সই করে আত্মসমর্পণ করেছিলেন পাক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি। ভারত-বাংলাদেশের ইতিহাসের এই অধ্য়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ যখন আবহাওয়া একেবারে বদলে গিয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কেরও অবনতি ঘটেছে। এখন এই বাংলাদেশের বুকে ঘাঁটি গেড়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। কিন্তু ভারত তখনও ভোলেনি কর্তব্য। নির্দ্বিধায় বিজয় দিবসকে স্মরণীয় করতে এই বছর আয়োজিত হল বিশেষ যৌথ অনুষ্ঠান।