Local Train: ফের ব্যান্ডেল-শ্রীরামপুরের যাত্রীদের মাথায় হাত! ফের বাতিল একগুচ্ছ লোকাল, তবে চলবে প্যাসেঞ্জার স্পেশ্যাল
Local Train: ৩৭২০২ ব্যান্ডেল-হাওড়া মাতৃভূমি মহিলা স্পেশ্যালও বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বাতিল থাকছে। এর পরিবর্তে এই ডাউন প্যাসেঞ্জার স্পেশালটি ব্যান্ডেল থেকে একই পথে ছাড়বে। যদিও এতে সকলেই উঠতে পারবেন।
কলকাতা: ভোগান্তির শেষ নেই! এবার ফের ট্রেন বাতিল হাওড়ায়। ফের ব্রিজে কাজ হাওড়া ও লিলুয়া স্টেশনের মধ্যে। সে কারণেই ২৩ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ২৬ জানুয়ারি রবিবার পর্যন্ত একাধিক শাখায় বাতিল থাকছে গুচ্ছ গুচ্ছ লোকাল। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিককালে কখনও ব্রিজের কাজ, কখনও সিগন্যালিংয়ের কাজ, কখনও আবার ওভারহেডের কাজের জন্য বাতিল থেকে একাধিক লোকাল। নতুন বছরেও ফিরছে চেনা ছবিটা।
চারদিন বাতিল খাতায় থাকছে…
ব্যান্ডেল থেকে হাওড়া: 37212, 37214, 37216, 37218, 37220, 37222, 37230, 37232, 37236, 37244, 37250, 37254, 37264, 37278, 37288। এই লাইনে বাতিল থাকছে মোট ১৫টি লোকাল ট্রেন।
শেওড়াফুলি থেকে হাওড়া: 37042, 37044, 37046, 37048, 37050, 37052, 37056, 37058, 37060, 37062, 37064। এই লাইনে বাতিল থাকছে মোট ১১টি লোকাল।
বেলুড় মঠ থেকে হাওড়া: 37112, 37118
শ্রীরামপুর থেকে হাওড়া: 37012, 37014
হাওড়া থেকে ব্যান্ডেল: 37215, 37231, 37237, 37243, 37249, 37253, 37255, 37257, 37263, 37267, 37201, 37271, 37275, 37277, 37285। এই লাইনে বাতিল থাকছে ১৫টি লোকাল।
হাওড়া থেকে শেওড়াফুলি: 37041, 37043, 37045, 37047, 37049, 37051, 37055, 37057, 37059, 37061, 37063। বাতিল থাকছে মোট ১১টি লোকাল।
হাওড়া থেকে শ্রীরামপুর: 37011, 37013।
৩৭২০২ ব্যান্ডেল-হাওড়া মাতৃভূমি মহিলা স্পেশ্যালও বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বাতিল থাকছে। এর পরিবর্তে এই ডাউন প্যাসেঞ্জার স্পেশালটি ব্যান্ডেল থেকে একই পথে ছাড়বে। যদিও এতে সকলেই উঠতে পারবেন। একইসঙ্গে যাত্রীদের সুবিধার্থে ৪ জোড়া ব্যান্ডেল প্যাসেঞ্জার স্পেশ্যাল ট্রেন চালাবে রেল। তাও এদিনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।