AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbaha Handa On Draupadi Murmu: দ্রৌপদীর ‘ধর্ম’ নিয়ে বিস্ফোরক প্রশ্ন তুললেন আদিবাসী বীরবাহা হাঁসদা

Birbaha Handa On Draupadi Murmu: দ্রৌপদী মুর্মু কি আদৌ আদিবাসী? ধর্মের কলমে তিনি ঠিক কী লেখেন? বিধানসভায় দাঁড়িয়েই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা।

Birbaha Handa On Draupadi Murmu: দ্রৌপদীর 'ধর্ম' নিয়ে বিস্ফোরক প্রশ্ন তুললেন আদিবাসী বীরবাহা হাঁসদা
দ্রৌপদী মুর্মু প্রসঙ্গে বিস্ফোরক বীরবাহা হাঁসদা
| Edited By: | Updated on: Jul 18, 2022 | 4:06 PM
Share

কলকাতা: কাউন্সিলর থেকে রাজ্যপাল, এবার রাষ্ট্রপতি পদপ্রার্থী তিনি। রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এবার প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম আদিবাসী মহিলা হিসাবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সামিল তিনি। পাশাপাশি মহিলা হিসাবে তিনি হতে পারেন দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি। অঙ্কের দৌড়ে অনেকটাই এগিয়ে দ্রৌপদী। বিশ্লেষকদের মতে, চব্বিশের নির্বাচনের আগে আদিবাসী আবেগ উস্কে বড় চাল চেলেছে বিজেপি। কিন্তু দ্রৌপদী মুর্মু কি আদৌ আদিবাসী? ধর্মের কলমে তিনি ঠিক কী লেখেন? বিধানসভায় দাঁড়িয়েই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা। তাঁর বক্তব্য, “মানুষকে ভুল বুঝিয়ে লাভ হবে না।”

সোমবার বিধানসভায় দাঁড়িয়েই বীরবাহা হাঁসদা স্পষ্ট বললেন, “আমিও একজন আদিবাসী মহিলা। একজন আদিবাসী মহিলা হিসাবেই বলছি, আমরা ধর্মের জায়গায় লিখি সারি ধর্ম। কিন্তু দ্রৌপদী মুর্মু লেখেন হিন্দু ধর্ম। আমরা সাঁওতালরা কিন্তু হিন্দু নই। আমরা বাংলায় সারি ধর্ম মানি।” তাঁর আরও সাফ বক্তব্য, “বিজেপি তাহলে সারি ধর্ম মানা এক জন প্রতিনিধিকে প্রার্থী করুক না। আমাদের আপত্তি থাকত না। এভাবে মিথ্যা প্রচার করে লাভ হবে না। আমরা আদিবাসীরাও বুঝি ব্যাপারটা, কে মিথ্যা বলছে, কে সত্যি বলছে।”

প্রসঙ্গত, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মুর নাম প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, ” প্রার্থীর নাম আগে জানলে ভেবে দেখত তৃণমূল।” ২০১০ সালেই বিজেপির তফশিলি উপজাতি মোর্চার ন্যাশনাল এগজিকিউটিভ মেম্বার হন দ্রৌপদী। এবার তাঁকে সামনে রেখেই বাংলার আদিবাসীদের ‘মনন’ নিয়ে একটা বড় চাল চেলে দিয়েছে বিজেপি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তারপর ‘২৪এর নির্বাচন। এর আগে বাংলায় আদিবাসীদের একটা বড় অংশ বিজেপিকে সমর্থন করবে, পাশাপাশি দ্রৌপদী মুর্মুকে সমর্থন না করলে, সেই অংশটাই সরে দাঁড়াবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকেও। যাকে বলে এক ঢিলে দুই পাখি!

জঙ্গলমহলকে নিয়ে বাংলার ৪৭টি বিধানসভা ও সাতটি লোকসভা আসনে আদিবাসী ভোটব্যাঙ্ক রয়েছে। টার্গেট করছে বিজেপি। কিন্তু বীরবাহা হাঁসদা এই আদিবাসী আবেগ উস্কেই একটা বড় কথা বলে ফেলছেন, যা আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক প্রেক্ষিতে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এবিষয়ে মতা জানতে ফোন করা হয়েছিল বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে। তিনি অবশ্য এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।