BJP: উপভোটের আগেই নারী সম্মান রক্ষায় পথে বিজেপি, আর ঠিক ৩ দিন পর থেকেই ময়দানে শুভেন্দুরা
BJP: আগামী ১৬ জুন কালীগঞ্জ বিধানসভায় নারী সম্মান যাত্রা করবে বিজেপি। নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারী। একদিকে অনুব্রত মণ্ডলের মন্তব্য, অন্যদিকে অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূলের নানা স্তরের নেতাদের মন্তব্যে বেড়েছে বিতর্ক।

কলকাতা: নারী সম্মান রক্ষায় এবার পথে বিজেপি। অনুব্রত মণ্ডলের মন্তব্যের পরে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ কর্মসূচি করেছে তারা। এবার পথে নামছেন দলের মুখেরা। আগামী ৯ তারিখ বোলপুর থেকে এই কর্মসূচির সূচনা হবে। নেতৃত্বে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যজুড়েই এই কর্মসূচি নিচ্ছে বিজেপি। এদিকে এরইমধ্যেই আবার বাংলায় বেজে গিয়েছে উপভোটের দামামা। তার প্রচারেও জুড়ে যাচ্ছে এই কর্মসূচি।
দলীয় সূত্রে খবর, কালীগঞ্জে নারী সম্মান রক্ষার যাত্রায় ভোট প্রচার চলবে বিজেপির। ১৯ জুন কালীগঞ্জে উপভোট রয়েছে। তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ। এক নারীকে সামনে রেখেই তৃণমূল ভোট যুদ্ধে জিততে চাইছে। আর সেখানেই এবার নারী সম্মান যাত্রা বিজেপির। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভোটের আগেই স্নায়ুর চাপ তৈরি করতেই এই কৌশল পদ্ম শিবিরের।
আগামী ১৬ জুন কালীগঞ্জ বিধানসভায় নারী সম্মান যাত্রা করবে বিজেপি। নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারী। একদিকে অনুব্রত মণ্ডলের মন্তব্য, অন্যদিকে অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূলের নানা স্তরের নেতাদের মন্তব্যে বেড়েছে বিতর্ক। এই দুইকে সামনে রেখেই নারী সম্মান রক্ষার কর্মসূচি পদ্ম ব্রিগেডের। ১৭ জুন ভোট প্রচারের সময়সীমা শেষ হবে। তার আগের দিন, ১৬ জুন নারী সম্মান যাত্রা কর্মসূচি বিজেপির। আদতে যা ভোটের প্রচারও বলে মত রাজনীতির কারবারিদের। এখন দেখার পাল্টা প্রচারে কেমন ঝড় তোলে ঘাসফুল শিবির।
