Shamik Bhattacharya Explained: মুসলিমদের কাছে টানতে শমীকের ‘আড়াই চাল’!
Shamik Bhattacharya Explained: দিলীপের জমানায় শুধুমাত্র হিন্দুত্বে ভর করে আর বেপরোয়া বোল চাল নিয়ে বিজেপি লড়েছিল। অবশ্যই সাফাল্য এসেছিল। কিন্তু ২০২১ পরবর্তী সময়ে দেখা যায়, বিজেপি শুধু হিন্দুত্বের লড়াই লড়ছে না, তার সঙ্গে মুসলিম বিরোধী অবস্থানও নিচ্ছে। কিন্তু শমীক কী বদলাচ্ছেন রণকৌশল?

“আমরা নতুন ভারত তৈরি করতে চাই। আসুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন। মুসলিমদের সঙ্গে নিয়ে এবার আমরা ভোটে লড়ব।” ২০০৪ সালের ২৬ ফেব্রুয়ারি এই কথা বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী। নির্বাচন ছিল এপ্রিলে। অর্থাৎ হাতে এক দেড় মাস। কিন্তু শমীকের হাতে রয়েছে ৮ মাস সময়। তাই কি, বাজপেয়ীর ভাবশিষ্য প্রথম দিনেই বিড়ালের গলায় ঘণ্টাটা বেঁধে দিলেন। সম্প্রতিক কালে বঙ্গ বিজেপি যেভাবে চলে এসেছে, তার থেকে একটু আলাদা পথে হেঁটে সংখ্যালঘুদের যে বার্তা দিলেন, তাতে স্পষ্ট বাজপেয়ীর দেখানো পথেই হাঁটতে চলেছেন শমীক। কিন্তু, এই পথে কি সাফল্য আসবে? কোন অঙ্কে খেলতে চাইছেন শমীক? চলুন, একবার খোঁজার চেষ্টা করি আমরা। কে শমীক? সংখ্যালঘু নিয়ে শমীকের মন্তব্যের ব্যাখ্যায় আসতে...





