AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh: ‘২২০০ কোটি টাকার দুর্নীতি করেছেন’, ভরা মঞ্চ থেকে একজনের নাম বলে দিলেন অর্জুন

BJP Leader Arjun Singh: রবিবার ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে ধরনায় বসে রাজ্যের পদ্ম-শিবির। উপস্থিত ছিলেন বিজেপি নেতা তাপস রায়, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্জুন সিং সহ প্রমুখ। এর পাশাপাশি বিক্ষোভ সভাতে উপস্থিত ছিলেন অসীম সরকার,কৌস্তভ বাগচী,অশোক দিন্দারা।

Arjun Singh: '২২০০ কোটি টাকার দুর্নীতি করেছেন', ভরা মঞ্চ থেকে একজনের নাম বলে দিলেন অর্জুন
অর্জুন সিংImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 14, 2024 | 2:56 PM
Share

কলকাতা: একবার বিজেপি। তারপর তৃণমূল। আর লোকসভা ভোটের পূর্বে টিকিট না পেয়ে ফের বিজেপি-তে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। তবে ব্যারাকপুরে এবার আর শিঁকে ছেড়েনি তাঁর। তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে পরাজিত হন তিনি। এবার সেই অর্জুন মুখ খুললেন ভোটের প্রহসন নিয়ে। তাঁর বক্তব্য, ঠিক ভাবে নির্বাচন হলে বিজেপি অধিক আসনে জয়লাভ করত।

রবিবার ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে ধরনায় বসে রাজ্যের পদ্ম-শিবির। উপস্থিত ছিলেন বিজেপি নেতা তাপস রায়, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্জুন সিং সহ প্রমুখ। এর পাশাপাশি বিক্ষোভ সভাতে উপস্থিত ছিলেন অসীম সরকার,কৌস্তভ বাগচী,অশোক দিন্দারা। একই সঙ্গে প্রতিবাদ মঞ্চে নিয়ে আসা হয় ভোট পরবর্তী আক্রান্তদের পরিবারকে।

এ দিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে অর্জুন বলেন, “বাংলায় তৃণমূলকে আপনি লেখা পড়া শেখাবেন? এরা পড়াশোনা জানে না। এরা চোর, ডাকাত। মাটিত মহিলাকে ধর্ষণ করে মাটিতে পুঁতে দিচ্ছে। মুখ্যমন্ত্রী কথা বলছেন না।” রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পাশে দাঁড়িয়ে বিজেপি নেতা বলেন, “রাজ্যপালকে ফাঁসানোর জন্য শ্লীলতাহানির কেস করা হচ্ছে। দু’জন আইপিএস-এর নাম দিল্লি থেকে চাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত তাঁরা গ্রেফতার হয়নি।” এরপরই লোকসভা নির্বাচন নিয়ে মুখ খোলেন অর্জুন। অভিযোগ করে বলেন, “পূর্বের চিফ সেক্রেটারি করোনার সময় উনি ২২০০ কোটি টাকা দুর্নীতি করেছেন। উনিই ভোটের নাম প্রহসন করেছেন। সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন ৩২ শতাংশ আর আমরা থাকতাম ৪৬ শতাংশে।”