BJP: যেন ‘হারাধনের দশটি ছেলে’! ৭৭ থেকে কমতে কমতে কত দাঁড়াল বিজেপির

BJP: সাংসদ থাকাকালীন ২০২১-এর বিধানসভা দিনহাটা থেকে ভোটে লড়েন তিনি। জিতেও চান। পরে বিধায়ক পদ ছেড়ে সাংসদ পদে বহাল থাকেন। ফলে বাদ পড়েন তিনি। এমনই আর এক নেতা হলেন জগন্নাথ সরকার।

BJP: যেন 'হারাধনের দশটি ছেলে'! ৭৭ থেকে কমতে কমতে কত দাঁড়াল বিজেপির
প্রতীকী ছবিImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2024 | 6:12 PM

কলকাতা: ২০২১-এর নির্বাচনে বাংলায় জোর প্রচার চালিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। তৃণমূলের বিরুদ্ধে তখন একে একে অভিযোগও সামনে আসতে শুরু করেছে। সেই বছর বিধানসভা নির্বাচনেও অনায়াস জয় পায় তৃণমূল। তবে বিজেপি বারবার ২১-এর নির্বাচনকে তাদের সাফল্য বলেই দাবি করে এসেছে। কারণ, ওই ভোটের পর পশ্চিমবঙ্গের বিধানসভায় তাদের সংখ্যা ৩ থেকে ৭৭ হয়। রাজ্যের ইতিহাসে বিজেপির এমন ফলাফল আগে দেখা যায়নি। বিগত সাড়ে তিন বছরে রাজনীতির জল গড়িয়েছে অনেক দূর। একে একে সংখ্যা কমেছে গেরুয়া শিবিরের। এবার বাংলার উপ নির্বাচনের পর কত দাঁড়াল সেই সংখ্যা?

নিশীথ প্রামাণিক- সাংসদ থাকাকালীন ২০২১-এর বিধানসভা দিনহাটা থেকে ভোটে লড়েন তিনি। জিতেও চান। পরে বিধায়ক পদ ছেড়ে সাংসদ পদে বহাল থাকেন। ফলে বাদ পড়েন তিনি।

মনোজ টিগ্গা– পরপর দুবারের বিধায়ক তিনি। ২০২১-এও জয়ী হয়েছিলেন মাদারিহাট কেন্দ্র থেকে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রার্থী হন তিনি, জয়ী হয়ে সাংসদও হন। এরপর বিধানসভা ছাড়েন টিগ্গা। আজ, শনিবার উপ নির্বাচনে সেই মাদারিহাটে জয়ী হল তৃণমূল।

মুকুটমণি অধিকারী- রাণাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। ২০২৪-এর ঠিক আগে তৃণমূলে যোগ দেন মুকুটমণি। জয়ী হয়ে আপাতত তিনি তৃণমূল সাংসদ।

বিশ্বজিৎ দাস– বাগদা বিধানসভা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ। কিন্তু ভোটের পর থেকেই তৃণমূল ঘনিষ্ঠতা আবারও বাড়তে থাকে। পরে তিনি তৃণমূলে যোগ দেন। লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থীও হন তিনি। সেই সময় বিধায়ক পদ ছাড়েন বিশ্বজিৎ।

কৃষ্ণ কল্যাণী- বিজেপির টিকিটে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। ভোট মিটতেই তিনিও ঘেঁষতে থাকেন ঘাসফুলের দিকে। বেশ কিছুদিন ধরে খাতায় কলমে বিজেপি বিধায়ক থাকলেও, লোকসভা ভোটে তৃণমূলের টিকিট পাওয়ার পর বিধায়ক পদে ইস্তফা দেন তিনি। যদিও লোকসভায় পরাজিত হন, তবে উপভোটে জিতে আপাতত বিধায়ক তিনি।

জগন্নাথ সরকার- নিশীথ প্রামাণিকের মতোই সাংসদ পদ বহাল রাখতে শান্তিপুরের বিধায়কের পদ ছাড়েন জগন্নাথ সরকার।

বিষ্ণুপদ রায়- প্রয়াত হন বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। এরপর ২০২৩ সালে উপনির্বাচন হয় ধূপগুড়িতে। সেখানে জয়ী হন তৃণমূলের নির্মলচন্দ্র রায়।

অর্থাৎ ৭ জনকে বাদ দিলে বিজেপির বিধায়ক সংখ্যা কমে হচ্ছে ৭০। এছাড়া, কয়েকজন বিধায়ককে দলবদল করতে দেখা গিয়েছে। তবে তাঁরা যে ফুলেই থাকুন না কেন, বিধানসভায় তাঁরা বিজেপি বিধায়ক হিসেবেই বিবেচিত হবেন। মুকুল রায়, হরকালী পতিহার, তন্ময় ঘোষ, সুমন কাঞ্জীলালের দলগত অবস্থান নিয়ে রয়েছে জল্পনা।

Assembly Seat

কী বলছে পরিসংখ্যান?

জাস্টিন ট্রুডো কি সম্রাট নিরো হয়ে গেলেন?
জাস্টিন ট্রুডো কি সম্রাট নিরো হয়ে গেলেন?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক