AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sukanta On SIR: ‘কোনও মাইকা লাল আটকাতে পারবে না’, SIR নিয়ে বড় কথা সুকান্তর

SIR: সুকান্ত বলেন, "SIR গোটা ভারতে হবে। কোনও মাইকা লালের ক্ষমতা নেই সেটা আটকাবে। SIR-এ ভয়ের কি আছে?" বালুরঘাটের সাংসদ আরও বলেন, "এটায় হিন্দু-মুসলিম SIR-এর মধ্যে কিছু নেই। পরিষ্কার কথা বলছি,সে হিন্দু হোক আর মুসলমান হোক যে ভারতীয় তাঁর নামই ভোটার লিস্টে থাকবে। তা তিনি যে ধর্মের হোন, যে বর্ণের হোন, আর যে জাতির হোন।"

Sukanta On SIR: 'কোনও মাইকা লাল আটকাতে পারবে না', SIR নিয়ে বড় কথা সুকান্তর
সুকান্ত মজুমদারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 27, 2025 | 12:45 PM
Share

কলকাতা: সোমবার বৈঠকে বসতে চলছে জাতীয় নির্বাচন কমিশন। আর তারপর থেকেই জল্পনা আরও বাড়ছে, আজই কি SIR শুরুর ঘোষণা করতে চলেছে কমিশন? এই আবহের মধ্যেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার স্পষ্ট জানালেন,বাংলায় SIR হবেই। কেউ সেটা আটকাতে পারবে না। সঙ্গে সুকান্ত আশ্বস্ত করে এও বলে দিলেন যে, এতে ভয় পাওয়ার কিছু নেই।

সুকান্ত বলেন, “SIR গোটা ভারতে হবে। কোনও মাইকা লালের ক্ষমতা নেই সেটা আটকাবে। SIR-এ ভয়ের কি আছে?” বালুরঘাটের সাংসদ আরও বলেন, “এটায় হিন্দু-মুসলিম SIR-এর মধ্যে কিছু নেই। পরিষ্কার কথা বলছি,সে হিন্দু হোক আর মুসলমান হোক যে ভারতীয় তাঁর নামই ভোটার লিস্টে থাকবে। তা তিনি যে ধর্মের হোন, যে বর্ণের হোন, আর যে জাতির হোন।”

মূলত, বিহারে SIR হওয়ার পর থেকে জল্পনা বাড়ছিল বাংলায়ও কি তবে একই পথে হাঁটতে চলেছে নির্বাচন কমিশন? এরপর ধীরে ধীরে বেড়েছে বিশেষ নিবিড় সমীক্ষার তোড়জোড়। আর ভোটের দিন যত সামনে আসছে ততই এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির পারদ ক্রমেই বেড়ে চলছে। তৃণমূল নেতা-নেত্রীদের গলায় কার্যত হুমকির সুরও শোনা গিয়েছ। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বলতে শোনা গিয়েছে, ‘SIR-এ একজনের নামও বাদ গেলে মোথাবাড়ি লণ্ডভণ্ড করে দেব।’ অপরদিকে, বিশেষ নিবিড় সমীক্ষা যে হবেই তা তাবড় বিজেপি নেতা-মন্ত্রীদের গলায় শোনা গিয়েছে।

সামনের বছর অর্থাৎ বিধানসভা ভোট রয়েছে এ বাংলায়। ওই সময় ভোট রয়েছে তামিলনাড়ুতে। সম্প্রতি মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে সে রাজ্যে এসআইআর হবে। গোটা দেশে এসআইআরের অংশ হিসেবেই তামিলনাড়ুতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া হবে বলে কমিশন জানিয়েছে। তবে তারা আর কোনও রাজ্যের নাম নেয়নি। কিন্তু বিশ্লেষকদের একাংশের মত যে ভোটের আগে SIR সম্পূর্ণ করতে হলে তামিলনাড়ুর সঙ্গে বাংলাতেও SIR শুরু করতে হবে। এই আবহের মধ্যেই এবার কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট জানালেন যে, বাংলাতেও SIR হবেই।