Bonny Sengupta: ব্যক্তিগত সম্পর্ক ভাল ছিল, গাড়ি কিনেছি কুন্তলের টাকাতেই: বনি

Bonny Sengupta: মূলত লেনদেন সংক্রান্ত বিষয়েই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন বনি।

Bonny Sengupta: ব্যক্তিগত সম্পর্ক ভাল ছিল, গাড়ি কিনেছি কুন্তলের টাকাতেই: বনি
ইডি অফিসে বনি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2023 | 7:08 PM

কলকাতা : একটি অনুষ্ঠানে গিয়ে আলাপ হয়েছিল কুন্তল ঘোষের সঙ্গে। তারপর যুব তৃণমূল নেতার জন্মদিন সহ একাধিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। ব্যক্তিগত সম্পর্ক ছিল এতটাই ভাল ছিল যে কোনও চুক্তি ছাড়াই তাঁকে টাকা দিয়ে দিয়েছিলেন কুন্তল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে জিজ্ঞাসাবাদ চলাকালীন মধ্যাহ্নভোজের সময় বেরিয়ে এমনটাই বললেন টলি অভিনেতা বনি। তাঁর দাবি, ব্যাঙ্কের লেনদেন খতিয়ে দেখতে গিয়েই তাঁর নাম সামনে এসেছে। কারণ ২০১৭ সালে কুন্তলের অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছিল একটি গাড়ি সংস্থার অ্যাকাউন্টে। আর সেই টাকায় গাড়ি কেনা হয়েছিল বনির নামে। যদিও ইতিমধ্যে সেই গাড়ি তিনি বিক্রি করে দিয়েছেন বলেও জানিয়েছেন অভিনেতা।

এদিন অভিনেতা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাফ জানান, তাঁর সঙ্গে দুর্নীতির কোনও সম্পর্ক নেই। কুন্তলের কার্যকলাপের ব্য়াপারে কিছু জানতেন না বলেও দাবি করেছেন তিনি। বনি উল্লেখ করেছেন, সিনেমায় কাজ করার জন্য তাঁকে টাকা দিয়েছিলেন কুন্তল, তবে সেই সিনেমা হয়নি। বদলে একাধিক ইভেন্টে অংশ নিয়েছিলেন তিনি।

লেনদেন প্রসঙ্গে বনি সেনগুপ্ত জানান, ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল। কিন্তু সিনেমা করার জন্য কোনও চুক্তি হয়নি তাঁদের মধ্যে। ব্যক্তিগত সম্পর্কের কারণেই নাকি চুক্তির কথা ভাবেননি কেউ। অভিনেতা এও জানান, তাঁকে নগদে টাকা দিতে চেয়েছিলেন কুন্তল ঘোষ। কিন্তু গাড়ি কেনার পরিকল্পনা ছিল বলে সংশ্লিষ্ট সংস্থার অ্যাকাউন্টে টাকা দিতে বলেছিলেন তিনি।

এত ভাল সম্পর্ক কীভাবে? বনি জানিয়েছেন, একটি ইভেন্টে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল কুন্তলের। পরে তাঁকে নিজের ও সন্তানদের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণও করেছিলেন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। আপাতত ইডিকে ২০০ শতাংশ সহযোগিতা করবেন বলে দাবি করেছেন বনি। সব শেষে তিনি বলেন, এরপর থেকে অনেক বেশি অ্যালার্ট থাকব।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে জিজ্ঞাসাবাদ চলছে তাঁর। মাঝে মধ্যাহ্নভোজের বিরতি। আবারও জিজ্ঞাসাবাদ হবে বলে জানিয়েছেন অভিনেতা।