Increase Of Property: সম্পত্তি অস্বস্তি! এবার সংবাদমাধ্যমের সমালোচনায় ব্রাত্য, ববি
আদালতের রায়ের কথা উল্লেখ করেই এদিন 'গণমাধ্যমের সমালোচনা' করতে শোনা গেল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে
কলকাতা: আয়ের হাজার গুণ সম্পত্তি, ইডির স্ক্যানারে ১৯ জন তৃণমূল নেতা সহ একাধিক মন্ত্রী। ফিরহাদ হাকিম থেকে শুরু করে ব্রাত্য বসু সহ একাধিক হেভিওয়েটের নাম রয়েছে এই তালিকায়। সংবাদ মাধ্যমে তৃণমূলের ডজন খানেকেরও বেশি নেতার নাম নিয়ে আলোচনায় নারাজ রাজ্যের শাসক দল। এই প্রসঙ্গেই আদালতের রায়ের কথা উল্লেখ করেই এদিন ‘গণমাধ্যমের সমালোচনা’ করতে শোনা গেল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। সেই সমালোচনায় মৌন অবস্থানে থেকেও যোগ্য সঙ্গত দিলেন পাশে বসে থাকা ফিরহাদ হাকিম, অরূপ রায়, মলয় ঘটক এবং জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিওয়েট মন্ত্রীরা।
ব্রাত্য বসুর সাফাই, ১৯ জন তৃণমূল নেতা ছাড়াও তালিকায় নাম রয়েছে কংগ্রেস ও সিপিএম নেতাদের নামও, তাঁদেরও প্রতিক্রিয়া নেওয়া হোক। অধীর রঞ্জন চৌধুরী (প্রদেশ কংগ্রেস সভাপতি, সাংসদ), সূর্যকান্ত মিশ্র (রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সিপিআইএম পলিটব্যুরো), অশোক ভট্টাচার্য (রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সিপিআইএম নেতা), কান্তি গঙ্গোপাধ্যায় (রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সিপিআইএম নেতা) প্রভৃতি ব্যক্তিবর্গের নাম উল্লেখ করে তাঁর বক্তব্য, “আমরা কুৎসার পথে হাঁটব না। বদনামের পাল্টা বদনাম করব না। আইন আইনের পথেই চলবে। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, সামাজিক যে বয়ান তৈরি করার চেষ্টা চলছে তার অবসান হোক, সত্য স্বচ্ছভাবে তুলে ধরা হোক।”