Kunal Ghosh: ‘২০০ পাতার বই, ১৫১ পাতা থেকে পড়া শুরু…’, ‘পাঠক’ বলে অভিষেককে ঠুকলেন কুণাল?
Kunal Ghosh: সম্প্রতি কুণাল ঘোষ দাবি করেছিলেন, আরজি কর কাণ্ডে প্রতিবাদ করা তারকাদের কোনও অনুষ্ঠানে ডাকা যাবে না। তাঁর এই মন্তব্যের বিপক্ষে মত দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট কুণাল ঘোষের। ২০০ পাতার বই ১৫১ পাতা থেকে পড়া শুরু করলে, সবটা বোঝা যায় না। শুধু এটুকুই লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই একটি বাক্যেই জল্পনা যথেষ্ট উস্কে দিয়েছেন কুণাল ঘোষ। প্রশ্ন উঠেছে, বইয়ের মাঝের পাতা উপমা টেনে কুণাল ঘোষ কি মাঝপথ থেকে রাজনীতি করার কথা বলেছেন? সে ক্ষেত্রে কার দিকেই বা ইঙ্গিত?
বৃহস্পতিবার সকালে কুণাল ঘোষ টুইটে লিখেছেন, “২০০ পাতার বই ১৫১ পাতা থেকে পড়া শুরু করলে, জানা বোঝার ক্ষেত্রে অসম্পূর্ণতা থেকে যায়।” সম্প্রতি শিল্পীদের একাংশকে বয়কট করার কথা বলেছিলেন কুণাল ঘোষ। আর তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের মধ্যে বিরোধের সুর শোনা যায়। আর এবার প্রশ্ন উঠছে, অর্ধেক বই পড়ার কথা বলে দলেরই কারও দিকে ইঙ্গিত করছেন না তো?
প্রশ্ন হল, দলের নবীন নেতৃত্ব কে বার্তা দিলেন কুণাল? যাঁরা দল শুরু হওয়ার অনেক পরে যোগ দিয়েছেন। কুণাল কি বোঝাতে চাইলেন যে, শুরু থেকে না থাকা নেতাদের পক্ষে দলটা বোঝা সম্ভব নয়? মাঝখান থেকে দল করলে সবটা বোঝা যায় না?
উল্লেখ্য, সম্প্রতি কুণাল ঘোষ দাবি করেছিলেন, আরজি কর কাণ্ডে প্রতিবাদ করা তারকাদের কোনও অনুষ্ঠানে ডাকা যাবে না। তাঁর এই মন্তব্যের বিপক্ষে মত দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এ কথা কুণাল পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে দলনেত্রী বললে, তবেই তিনি বিষয়টা মেনে নেবেন। তিনি বলেছিলেন, “যেহেতু আরজি করের সময় উনি (অভিষেক) বাইরে ছিলেন। গোটা বিষয়টির মধ্যে ছিলেন না। এই কুৎসা-চক্রান্ত যাঁরা আমরা সামলেছি আমাদের জিজ্ঞাসা করুন। আমরা বলে দেব।”