BelPata: বেল পাতা কী ভাবে নিবেদন করলে মিলবে ফল?

BelPata: শাস্ত্র মতে চতুর্থী, অষ্টমী, নবমী, চতুর্দশী এবং অমাবস্যায় বেলপাতা তোলা যায় না। এই বিশেষ ভাবে সাবধান থাকা উচিত।

BelPata: বেল পাতা কী ভাবে নিবেদন করলে মিলবে ফল?
Follow Us:
| Updated on: Jan 16, 2025 | 6:01 PM

হিন্দু শাস্ত্রে বেলপাতার গুরুত্ব অসীম। শিব পুজো থেকে অনান্য সব পুজোতেই এই পাতার গুরুত্ব অপরিসীম। কিন্তু পুজোয় প্রয়োজন হলেও চাইলেই যখন তখন বেল পাতা তোলার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে।

শাস্ত্র মতে চতুর্থী, অষ্টমী, নবমী, চতুর্দশী এবং অমাবস্যায় বেলপাতা তোলা যায় না। এই বিশেষ ভাবে সাবধান থাকা উচিত।

সংক্রান্তির সময় এবং সোমবার বেলপাতা ভাঙতে বা তুলতে বারণ করা হয়। বেল পাতার ডাল উপরে ফেলা উচিত নয়।

এই খবরটিও পড়ুন

বেলপাতার নিবেদনের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়। বেলপাতা নিবেদনের সময় তিনটি পাতার ডাঁটা ভেঙে মহাদেবকে নিবেদন করুন। শিবলিঙ্গে বেল পাতা অবলম্বনের সময় সঠিক নিয়ম মেনে চলুন।

শিবলিঙ্গে নিবেদন করা বেলপাতা সব সময় উলটো করে নিবেদন করা উচিত। যে দিকে বেলপাতার মসৃণ পিঠ সেই দিক শিবলিঙ্গে নিবেদন করা উচিত।

অনামিকা, বুড়ো আঙুল ও মধ্যমার সাহায্যে বেল পাতা মহাদেবকে নিবেদন করতে হয়। বেল পাতা গাছের পুরো ডাল ভেঙে ফেলবেন না। বেলপাতা ছিঁড়ে নিতে হয়। বেল পাতা ভাঙার আগে ও পরে মনে মনে প্রণাম করুন।

কোনও কারণে বেলপত্র না থাকলে, একটি বেল পাতা নিবেদন করতে পারেন। পরিবারের কোনও সদস্য যদি শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করে থাকেন তবে সেই পাতা ধুয়ে আবার নিবেদন করুন।