Maldah: আতঙ্কপুরী যেন মালদহ! বেধড়ক মারে মৃত্যু বৃদ্ধের

Maldah: বৃহস্পতিবার সামসীর সাপ্তাহিক হাটকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্তের দোকানদারেরা হাজির হয়। নিজেদের দোকানের পশরা সাজিয়ে সারাদিনব্যাপী চলে হাটে কেনাবেচা। সেই মতো মুসলিম সবজি নামে ওই ব্যক্তি সবজি বিক্রি করতে হাটে যায়।

Maldah: আতঙ্কপুরী যেন মালদহ! বেধড়ক মারে মৃত্যু বৃদ্ধের
নিহত বৃদ্ধImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2025 | 5:42 PM

মালদহ:  কাউন্সিলর হত্যা, তৃণমূল কর্মী খুনের ঘটনার মূল অভিযুক্তরা এখনও অধরা। তার মধ্যেই আবারও হাটে সবজির দোকান দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি। বেধড়ক মারে মৃত্যু এক  বৃদ্ধের। মালদহের রতুয়ার সামসী সাপ্তাহিক হাটে উত্তেজনা। ঘটনায় মৃতদেহ উদ্ধার করেছে সামসী ফাঁড়ির পুলিশ। দু’জনের বিরুদ্ধে সামসী ফাঁড়িতে লিখিত অভিযোগ জানিয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে। মৃত ব্যক্তির নাম মুসলিম সবজি। বয়স প্রায় ৭৫ বছর। তিনি মালদহ রতুয়া থানার দেবীপুর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার সামসীর সাপ্তাহিক হাটকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্তের দোকানদারেরা হাজির হয়। নিজেদের দোকানের পশরা সাজিয়ে সারাদিনব্যাপী চলে হাটে কেনাবেচা। সেই মতো মুসলিম সবজি নামে ওই ব্যক্তি সবজি বিক্রি করতে হাটে যায়। সবজির দোকান দেওয়া নিয়ে অন্যান্য সবজি বিক্রেতাদের সঙ্গে গন্ডগোল বাধে। অভিযোগ, সে সময় রুহুল ও খেলটু নামে দুই যুবক ওই বৃদ্ধ সবজি বিক্রেতার বুকে আঘাত করে।  তাঁদের সঙ্গে আরও তিনজন ছিলেন। এই আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান ওই বৃদ্ধ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ দেহ হেফাজতের নেওয়ার পাশাপাশি তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবকরা।