Kitchen Tips: রান্নাঘরের ৪ জিনিস, ফুরিয়ে গেলেই ঘনিয়ে আসবে বড় বিপদ! জানেন কি কি?

Kitchen Tips: বিশেষ করে বাস্তু শাস্ত্রে রান্না ঘরের প্রভুত গুরুত্ব রয়েছে। সঠিক জায়গায় খাবার, জল, মশলাপাতি না থাকলে জীবনে বড় বিপদ নেমে আসতে পারে।

Kitchen Tips: রান্নাঘরের ৪ জিনিস, ফুরিয়ে গেলেই ঘনিয়ে আসবে বড় বিপদ! জানেন কি কি?
Image Credit source: 10'000 Hours/DigitalVision/Getty Images
Follow Us:
| Updated on: Jan 16, 2025 | 4:07 PM

প্রতিদিনের জীবনে অজান্তে করা কিছু ছোট ছোট ভুল আমাদের জীবনে অনেক বড় সঙ্কট ডেকে আনে। বাস্তু শাস্ত্র মতে সেই সব ভুল এড়িয়ে চলাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাস্তু শাস্ত্রে রান্না ঘরের প্রভুত গুরুত্ব রয়েছে। সঠিক জায়গায় খাবার, জল, মশলাপাতি না থাকলে জীবনে বড় বিপদ নেমে আসতে পারে।

বাস্তু বিশেষজ্ঞদের মতে পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে গেলে রান্নাঘরে কিছু জিনিস কখনও শেষ হতে দিতে নেই। না হলে রুষ্ট হন মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা। জীবনে নেমে আসতে পারে নানা সমস্যা। তাই রান্না ঘরের কোন কোন জিনিস কখনও শেষ হতে দিতে নেই জানেন?

হলুদ – রান্নার স্বাদ বাড়ানোর জন্য হলুদ দেওয়া হয়। ওষুধ হিসাবেও অনেক সময় ব্যবহার করা হয়। ধর্মীয় কোনও অনুষ্ঠানে হলুদের গুরুত্ অপরিসীম। রান্নাঘরে হলুদ ফুরিয়ে গেলে জীবনে সুখ, সমৃদ্ধি ক্রমশ নষ্ট হতে থাকে। তাই হলুদের পাত্র সব সময় পূর্ণ রাখার চেষ্টা করুন। বাড়ন্ত হলেই তা আবার ভরে দিন।

এই খবরটিও পড়ুন

চাল – চাল যে শুধু রান্নাতেই ব্যবহার করা হয় , তা কিন্তু নয়। পুজোর কাজে অনেক সময় লাগে। বাস্তুশাস্ত্রে বলা হয়, চালের পাত্র কখনোই খালি রাখা উচিত নয়। এতে আপনার জন্মকুণ্ডলীতে শুক্র দুর্বল হয়ে পড়বে। যাতে আপনার জীবনে নানান সমস্যা আসবে।

নুন – রান্নাঘরের নুনের পাত্র কখনও ফাঁকা রাখা উচিত নয়। নুন কখনোই পুরোপুরি শেষ করতেন নেই। এতে দেবী অন্নপূর্ণা রুষ্ট হতে পারেন। সুখ, সমৃদ্ধি জীবন থেকে কমতে থাকবে। তাই আগেই সাবধান হোন।

আটা বা ময়দা – বাস্তু বিশেষজ্ঞদের মতে, আটা বা ময়দার পাত্র পুরোপুরি কখনও খালি করবেন না। বাড়িতে ময়দা রাখা অত্যন্ত শুভ। যদি ময়দা ফুরিয়ে যায় তাহলে তা অশুভ লক্ষণ। তাই ময়দা শেষ হওয়ার আগেই বাড়িতে সেই পাত্র ভর্তি রাখুন।