Vaastu Tips: শত্রুর মুখে ছাই নয় দিতে হবে নুন! কী হয় জানেন?

Vaastu Tips: বাস্তু ত্রুটির যদি প্রতিকার না করেন তা হলে কিন্তু জীবনে উন্নতি করা খুব কঠিন কাজ হয়ে পড়ে। বাস্তু বিশেষজ্ঞদের মতে এই সমস্যার সমাধান কিন্তু করতে পারে নুন।

| Updated on: Jan 16, 2025 | 4:05 PM
সুখী কে না হতে চায়। তবে সুখী হতে চাইলেও সুখ এসে মোটে ধরা দেয় না সবার কাছে। অনেকে ভাবেন কঠোর পরিশ্রম করলেই সুখী হওয়া যায়। তবে বিষয়টা মোটেই তাই নয়। অনেকেই হয়তো মোটা টাকা উপার্জন করছেন, কিন্তু কিছুতেই সেই টাকা হাতে রাখতে পারছেন না।

সুখী কে না হতে চায়। তবে সুখী হতে চাইলেও সুখ এসে মোটে ধরা দেয় না সবার কাছে। অনেকে ভাবেন কঠোর পরিশ্রম করলেই সুখী হওয়া যায়। তবে বিষয়টা মোটেই তাই নয়। অনেকেই হয়তো মোটা টাকা উপার্জন করছেন, কিন্তু কিছুতেই সেই টাকা হাতে রাখতে পারছেন না।

1 / 8
বাস্তু বিশেষজ্ঞরা কিন্তু বলছেন হতে পারে বাস্তু ত্রুটির কারণেই ঘটছে এমনটা। বাস্তু ত্রুটির যদি প্রতিকার না করেন তা হলে কিন্তু জীবনে উন্নতি করা খুব কঠিন কাজ হয়ে পড়ে। বাস্তু বিশেষজ্ঞদের মতে এই সমস্যার সমাধান কিন্তু করতে পারে নুন। নুন দিয়ে প্রতিকার করলেই দূর হবে বাস্তু ত্রুটি, সাফল্য এসে চুমু খাবে আপনার পায়ে।

বাস্তু বিশেষজ্ঞরা কিন্তু বলছেন হতে পারে বাস্তু ত্রুটির কারণেই ঘটছে এমনটা। বাস্তু ত্রুটির যদি প্রতিকার না করেন তা হলে কিন্তু জীবনে উন্নতি করা খুব কঠিন কাজ হয়ে পড়ে। বাস্তু বিশেষজ্ঞদের মতে এই সমস্যার সমাধান কিন্তু করতে পারে নুন। নুন দিয়ে প্রতিকার করলেই দূর হবে বাস্তু ত্রুটি, সাফল্য এসে চুমু খাবে আপনার পায়ে।

2 / 8
অশুভ দৃষ্টি করতে স্নানের সময় জলে নুন, হলুদ মিশিয়ে স্নান করুন। এতে শরীর থেকে বড় রোগের ঝুঁকি কমবে। এমনকি আর্থিক দিক থেকেও লাভবান হবেন। যদি কারও উপর অশুভ দৃষ্টি থাকে তার থেকেও মুক্তি পাবেন।

অশুভ দৃষ্টি করতে স্নানের সময় জলে নুন, হলুদ মিশিয়ে স্নান করুন। এতে শরীর থেকে বড় রোগের ঝুঁকি কমবে। এমনকি আর্থিক দিক থেকেও লাভবান হবেন। যদি কারও উপর অশুভ দৃষ্টি থাকে তার থেকেও মুক্তি পাবেন।

3 / 8
দাম্পত্য জীবনে কি অশান্তি লেগেই আছে? সুখী জীবন পেতে এক গ্লাস জলে সামান্য নুন গুলে রেখে দিন আপনার বেডরুমে। প্রতি বৃহস্পতিবার ও শনিবার এই জল পরিবর্তন করবেন। এতে দেখবেন স্বামী, স্ত্রীর মধ্যে যে ঝগড়া, অশান্তির পরিবেশ কেটে যাবে।

দাম্পত্য জীবনে কি অশান্তি লেগেই আছে? সুখী জীবন পেতে এক গ্লাস জলে সামান্য নুন গুলে রেখে দিন আপনার বেডরুমে। প্রতি বৃহস্পতিবার ও শনিবার এই জল পরিবর্তন করবেন। এতে দেখবেন স্বামী, স্ত্রীর মধ্যে যে ঝগড়া, অশান্তির পরিবেশ কেটে যাবে।

4 / 8
বাড়িতে সুখ, সমৃদ্ধি বজায় রাখতে চান? ঘরে চার, পাঁচটি জায়গায় নুন ভর্তি করে রাখুন। সেই পাত্রে অবশ্যই লবঙ্গ রাখুন। এই প্রতিকার করলে ঘরে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। এমনকি আপনার অর্থহানিও দূর হবে। শস্যের ভান্ডার সবসময় পূর্ণ থাকবে।

বাড়িতে সুখ, সমৃদ্ধি বজায় রাখতে চান? ঘরে চার, পাঁচটি জায়গায় নুন ভর্তি করে রাখুন। সেই পাত্রে অবশ্যই লবঙ্গ রাখুন। এই প্রতিকার করলে ঘরে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। এমনকি আপনার অর্থহানিও দূর হবে। শস্যের ভান্ডার সবসময় পূর্ণ থাকবে।

5 / 8
আপনার জীবনে বা বাড়িতে কি নেতিবাচক শক্তির প্রভাব খুব বেড়ে গিয়েছে? ঘর পরিষ্কার করার সময় ঘর মোছার জলে তিন থেকে চার চামচ নুন জলে মিশিয়ে দিন। এতে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি বিদায় নেবে। এতে বাড়িতে প্রবেশ করবে ইতিবাচক শক্তিও।

আপনার জীবনে বা বাড়িতে কি নেতিবাচক শক্তির প্রভাব খুব বেড়ে গিয়েছে? ঘর পরিষ্কার করার সময় ঘর মোছার জলে তিন থেকে চার চামচ নুন জলে মিশিয়ে দিন। এতে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি বিদায় নেবে। এতে বাড়িতে প্রবেশ করবে ইতিবাচক শক্তিও।

6 / 8
কেন করবেন নুনের প্রতিকার? বাস্তু বিশেষজ্ঞদের মতে এই প্রতিকারগুলি মানলে শুধু যে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে কিংবা বাস্তুদোষ কাটবে তাই নয়, এতে আপনার জীবনেও সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। জীবনে আসবে সফলতাও।

কেন করবেন নুনের প্রতিকার? বাস্তু বিশেষজ্ঞদের মতে এই প্রতিকারগুলি মানলে শুধু যে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে কিংবা বাস্তুদোষ কাটবে তাই নয়, এতে আপনার জীবনেও সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। জীবনে আসবে সফলতাও।

7 / 8
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা  প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র। ( সব ছবি - Getty Images)

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র। ( সব ছবি - Getty Images)

8 / 8
Follow Us: