AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: কৈফিয়ত দিতে হাইকোর্টে তলব স্বরাষ্ট্রসচিব নন্দিনীকে, চরম ক্ষুব্ধ বিচারপতি

Calcutta High Court: রাজ্যের বিরুদ্ধে আরও অভিযোগ, কমিটির নতুন চেয়ারম্যানকে রেমুনারেশন বা টাকা দেওয়ার বিষয়ে সরকার কোনও অনুমোদন দেয়নি। আগের চেয়ারম্যানেরও মোটা টাকা এখনও বকেয়া রয়েছে!

Calcutta High Court: কৈফিয়ত দিতে হাইকোর্টে তলব স্বরাষ্ট্রসচিব নন্দিনীকে, চরম ক্ষুব্ধ বিচারপতি
হাইকোর্টে হাজিরা নন্দিনীরImage Credit: GFX- TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 13, 2025 | 6:06 PM
Share

কলকাতা: বছর কয়েক আগে একাধিক চিটফান্ডে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগ উঠে আসে। টাকা হারিয়ে অসহায় হয়ে পড়েন বহু মানুষ। সেই সব প্রতারিতদের ক্ষতিপূরণ দিতে বিশেষ কমিটি তৈরি করা হয়েছিল। অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটিতে সহযোগিতা করছে না রাজ্য। এমনই অভিযোগ উঠল কলকাতা হাইকোর্টে। রাজ্যের এই ভূমিকায় চরম ক্ষুব্ধ আদালত।

অভিযোগ, দিনের পর দিন রাজ্যের কাছে ওই কমিটি চালানোর জন্য পরিকাঠামো, শূন্যপদ পূরণ সহ বিভিন্ন আবেদন করা হলেও, তা কার্যকর করেনি রাজ্য। রাজ্য কেন এভাবে অসহযোগিতা করছে? কারণ জানতে চায় হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। বিচারপতির নির্দেশ, আগামী বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী আদালতে উপস্থিত হবেন।  তিনি সরকারের অসহযোগিতার কারণ ব্যাখ্যা করবেন আদালতে।

হাইকোর্টের বক্তব্য, কমিটির শূন্যপদ পূরণ হচ্ছে না। এমনকী যে সব কর্মী বা অফিসার সেখানে কর্মরত ছিলেন, তাঁদের অনেকেরই কাজের মেয়াদ শেষ হয়ে এলেও মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনও পদক্ষেপ করছে না রাজ্য। রাজ্যের বিরুদ্ধে আরও অভিযোগ, কমিটির নতুন চেয়ারম্যানকে রেমুনারেশন বা টাকা দেওয়ার বিষয়ে সরকার কোনও অনুমোদন দেয়নি। আগের চেয়ারম্যানেরও মোটা টাকা এখনও বকেয়া রয়েছে!

এই অবস্থায় আদালতের প্রশ্ন, যেখানে রাজ্যের আশ্বাস পেয়ে এই কমিটি গঠন করেছিল হাইকোর্ট, সেখানে পরিকাঠামোর সহ সব সুযোগ-সুবিধা দেওয়া রাজ্যের দায়িত্ব। কিন্তু বাস্তবে তা কেন করা হচ্ছে না, সে ব্যাপারে কৈফিয়ত তলব করেছে আদালত।