Sandeshkhali: সন্দেশখালি নিয়ে বিচারপতি অমৃতা সিনহার বড় নির্দেশ

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Jun 03, 2024 | 5:28 PM

Sandeshkhali: প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এদিন জানান, সিবিআই ক্যাম্প করেছে সন্দেশখালিতে। তাই আইনজীবী হিসাবে সেখানে সপ্তাহে দু' তিনদিন যেতে হয় তাঁকে। কিন্তু রবিবার থেকে গ্রামবাসী ফোন করছে তাঁকে। এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকার কারণে তিনি যেতে পারছেন না।

Sandeshkhali: সন্দেশখালি নিয়ে বিচারপতি অমৃতা সিনহার বড় নির্দেশ
কলকাতা হাইকোর্ট

Follow Us

কলকাতা: সন্দেশখালি যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালি যেতে বাধা নেই প্রিয়াঙ্কার। গণনা শেষের একদিন পর অর্থাৎ ৫ জুন সেখানে যেতে পারবেন তিনি। সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়। তিনি বসিরহাটের পুলিশসুপারকে নির্দেশ দেন, প্রিয়াঙ্কা সন্দেশখালি যাবেন। তাঁর উপর যেন কোনও আঘাতের ঘটনা না ঘটে।

প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এদিন জানান, সিবিআই ক্যাম্প করেছে সন্দেশখালিতে। তাই আইনজীবী হিসাবে সেখানে সপ্তাহে দু’ তিনদিন যেতে হয় তাঁকে। কিন্তু রবিবার থেকে গ্রামবাসী ফোন করছে তাঁকে। এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকার কারণে তিনি যেতে পারছেন না।

প্রিয়াঙ্কার আবেদন, তারপরই তাঁকে যেতে দেওয়া হোক। একইসঙ্গে তিনি আদালতে আশঙ্কা প্রকাশ করেন, তাঁর আবেদনের পর ১৪৪ ধারা বলবতের সময়সীমা বাড়িয়ে দেওয়া হতে পারে।

রাজ্যের তরফে আইনজীবী সোনাল সিনহা এদিন বলেন, এই মামলায় বিরোধী দলনেতার যাওয়ার কথাও বলা হয়েছে। অথচ এটা কোনও জনস্বার্থ মামলা নয়। গণনার দিন কি প্রয়োজন সন্দেশখালি যাওয়ার? রাজ্য়ের তরফে আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, ‘আপনি কী আশঙ্কা করছেন? একজন মহিলা একা কী সমস্যা করবেন?’ এরপরই ফল ঘোষণার পরদিন সন্দেশখালি যাওয়ার অনুমতি দেওয়া হয় প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে।

 

Next Article