Kolkata Uttar Election 2024 Result: জয়-জয়কার সুদীপের, কড়া টক্কর দিয়েও জায়গা করতে পারলেন না তাপস

Jun 06, 2024 | 4:36 PM

West Bengal Kolkata Uttar Election Result 2024: ২০১৪ সাল থেকে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে বিজেপি। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যকে এবার সমর্থন জানায় বামেরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর জয়ের ব্যবধান ৯২ হাজার ৫৬০।

Kolkata Uttar Election 2024 Result: জয়-জয়কার সুদীপের, কড়া টক্কর দিয়েও জায়গা করতে পারলেন না তাপস
দেখে নিন কে কত ভোট পেলেন

Follow Us

পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

………………………………………………………………………………………………………………………………………

কলকাতা উত্তর: ২০০৯ সালে আসন পুনর্বিন্যাসের ফলে কলকাতা উত্তর আসন তৈরি হয়। সেই থেকে আসনটি তৃণমূলের দখলে। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের সাতটি বিধানসভা আসনই দখল করে তৃণমূল। এই কেন্দ্রে দুই ফুলের দুই প্রার্থী কয়েকমাস আগেও এক দলে ছিলেন। কয়েক মাস আগেই ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেন তাপস রায়। এবার তিনি বিজেপির প্রার্থী হন। আর বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা রাখে তৃণমূল। দল বদলে বিজেপিতে গিয়ে ফল বদলাতে পারলেন না তাপস। ফের জয়ী হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দেখে নিন কে কত ভোট পেলেন।

কলকাতা উত্তর:

দল প্রার্থী রাউন্ড প্রাপ্ত ভোট এগিয়ে/পিছিয়ে ভোট শতাংশ
তৃণমূল সুদীপ বন্দ্যোপাধ্যায় ৪,৫৪,৬৯৬ জয়ী ৪৭.৪৪
বিজেপি তাপস রায় ৩,৬২,১৩৬ পরাজিত ৩৭.৭৮
কংগ্রেস প্রদীপ ভট্টাচার্য ১,১৪,৯৮২ পরাজিত ১২

 

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র সিপিএম বিজেপি তৃণমূল
২০১৯ চৌরঙ্গী ৪,৪৬০ ৩৮,৮৮৫ ৬৫,৪৪৫
২০২১ চৌরঙ্গী ১৪,২৬৬ (কংগ্রেস) ২৪,৭৫৭ ৭০,১০১
২০১৯ এন্টালি ৮,১৩৭ ৪৮,৩৯১ ৮৯,৭১১
২০২১ এন্টালি প্রার্থী দেয়নি ৪৩,৪৫২ ১,০১,৭০৯
২০১৯ বেলেঘাটা ১০,৭৬৭ ৪৬,৬৮১ ৯৭,৫৮৩
২০২১ বেলেঘাটা ১৪,০৪৫ ৩৬,০৪২ ১,০৩,১৮২
২০১৯ জোড়াসাঁকো ৬,০২০ ৫১,১৪৭ ৪৭,২৬৫
২০২১ জোড়াসাঁকো ৪,৭৬৯ ৩৯,৩৮০ ৫২,১২৩
২০১৯ শ্যামপুকুর ১৩,৫৬৯ ৪৮,৯০৫ ৪৬,৭৩৫
২০২১ শ্যামপুকুর ১০,৮২৮ (AIFB) ৩৩,২৬৫ ৫৫,৭৮৫
২০১৯ মানিকতলা ১৩,৫২২ ৬০,২৭৩ ৬১,১৩৪
২০২১ মানিকতলা ১৩,৫১৩ ৪৭,৩৩৯ ৬৭,৫৭৭
২০১৯ কাশীপুর-বেলগাছিয়া ১৪,৩৭৩ ৫৩,০২৫ ৬৬,৬১৭
২০২১ কাশীপুর-বেলগাছিয়া ১৪,৭৫৭ ৪০,৭৯২ ৭৬,১৮২

 

Next Article