HS 2023 Question: উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে রদবদল, কী পরিবর্তন জেনে নিন

Higher Secondary: উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের ধরনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদ।

HS 2023 Question: উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে রদবদল, কী পরিবর্তন জেনে নিন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2022 | 1:05 PM

কলকাতা: উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের ধরনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে। আগে উচ্চ মাধ্য়মিকে উত্তর পত্রে ‘পার্ট-এ’ এবং ‘পার্ট-বি’ দু’টি ভাগ থাকত। পরীক্ষা শেষে এই উত্তরপত্র জুড়ে দেওয়া হত। এখন আর সেই ভাগ থাকছে না। দু’টি অংশের পরিবর্তে একটি প্রশ্নপত্র থাকবে বলে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণির রেজিস্ট্রেশন পরীক্ষার সম্ভাব্য তারিখও জানিয়েছে উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদ।

ওই বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্য়মিকের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, পরীক্ষকের উদ্দেশে জানিয়েছে, উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র এবং উত্তরপত্রে পরিবর্তনের বিষয়টি। সেখানে লেখা হয়েছে, “২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথক Part-A এবং Part-B (Question cum Answer Booklet) এই দুটি অংশের পরিবর্তে শুধুমাত্র একটি প্রশ্নপত্র থাকবে। এর ফলে Part-A এবং Part-B দুটি অংশকে পরীক্ষা শেষে যুক্ত করার আর প্রয়োজন থাকছে না।” প্রশ্নপত্রে কোনও পরীক্ষার্থী ছাতে উত্তর না লেখে সে বিষয়েও জোর দিয়েছে সংসদ। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, “প্রশ্নের (একটি মাত্র প্রশ্নপত্র) উত্তর লেখার জন্য একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার উত্তরপত্রের মতো শুধুমাত্র একটি মাত্র উত্তরপত্র থাকছে। যেখানে পরীক্ষার্থীরা উত্তর লিখবে। প্রশ্নের মধ্যে কোনও উত্তর লেখা যাবে না।”

পৃথক একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একাদশ শ্রেণির বার্ষিক থিওরি পরীক্ষা হবে ২০২৩ সালের ১৪ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে। এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ২০২৩ সালের ৩১ মার্চ থেকে ১৮ এপ্রিলের মধ্য়ে। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে ২০২৩ সালের ৩ মার্চ থেকে। নতুন সিলেবাসের উচ্চ মাধ্য়মিক পরীক্ষা হবে ২০২৩ সালের ১৪ মার্চ থেকে ২৭ মার্চ অবধি। ২০২৩ সালের ১০ জুনের মধ্যে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে।