Cheat Fund Arrest: চিটফান্ড মামলায় গ্রেফতার রাজু সাহানি ঘনিষ্ঠ ব্যবসায়ী
Cheat Fund Arrest: সিজিও কমপ্লেক্সে তাঁকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। কথায় একাধিক জায়গায় অসঙ্গতি থাকায়, তাঁকে গ্রেফতার করা হয়।
কলকাতা: চিটফান্ড মামলায় আবারও গ্রেফতারি। এবার গ্রেফতার রাজু সাহানি ঘনিষ্ঠ ব্যবসায়ী। সিবিআই-এর হাতে গ্রেফতার রাজু ঘনিষ্ঠ সঞ্জয় সিং। দুর্গাপুরের বাসিন্দা ধৃত সঞ্জয় সিংকে মঙ্গলবার গ্রেফতার করে সিবিআই। সিজিও কমপ্লেক্সে তাঁকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। কথায় একাধিক জায়গায় অসঙ্গতি থাকায়, তাঁকে গ্রেফতার করা হয়। সিবিআই জানিয়েছে, সানমার্গ চিটফান্ড মামলাতেই এই গ্রেফতারি। ইতিমধ্যেই সঞ্জয় সিংয়ের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্ধমান একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার মামলায় তৃণমূল পুরপ্রধান রাজু সাহানি-সহ ৩ জনকে গ্রেফতার করল সিবিআই। যদিও তাঁদের মধ্যে জামিন পেয়েছেন পুরসভার প্রাক্তন প্রশাসক ও তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়।
বুধবার সকালেই দুর্গাপুরের ব্যবসায়ী সঞ্জয় সিংকে আসানসোলের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। আজই তাঁকে আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। বেসরকারি অর্থলগ্নি সংস্থার সঙ্গে সঞ্জয় সিংয়ের একাধিক ব্যবসার যোগ থাকার প্রমাণ হাতে এসেছে তদন্তকারীদের। সে বিষয়ে সঞ্জয় সিংকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি কোনও প্রশ্নেরই সঠিক উত্তর দেননি বলে খবর। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর ব্যবসা ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য হাতে পেতে চাইছেন তদন্তকারীরা।
এই মামলায় ইতিমধ্যেই রাজু সাহানির নামে আদালতে বিস্ফোরক তথ্য পেশ করেছে সিবিআই। সিবিআই-এর দাবি, হংকং, ব্যাঙ্কক-সহ তাইল্যান্ডে রাজুর ৩টি সংস্থার হদিস মিলেছে। সৌম্যরূপ ভৌমিক নামে একটি ঘনিষ্ঠের নামে তাইল্যান্ডে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট-ও খোলা হয়েছে বলে দাবি তদন্তকারীদের। রাজুর বাড়ি, রিসর্ট থেকেও উদ্ধার হয়েছে ৮০ লক্ষ টাকা। রাজুরই ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় সিং। সেক্ষেত্রে বেসরকারি এই অর্থলগ্নি সংস্থার টাকা তাঁর ব্যবসার খাতেও কাজে লেগেছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।