Dilip Ghosh: ‘অনেক বড় বড় লোক যুক্ত, কেউ পালিয়ে বাঁচবে না’, নিয়োগ দুর্নীতিতে সিবিআই-এর চার্জশিট প্রসঙ্গে দিলীপ

Dilip Ghosh: ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য, পর্ষদের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জালে।

Dilip Ghosh: 'অনেক বড় বড় লোক যুক্ত, কেউ পালিয়ে বাঁচবে না', নিয়োগ দুর্নীতিতে সিবিআই-এর চার্জশিট প্রসঙ্গে দিলীপ
দিলীপ ঘোষ (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2022 | 9:04 AM

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে সিবিআই চার্জশিটে ১২ জনের নাম থাকা প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে অন্যান্য দিনের মতো প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। রাজ্যের সাম্প্রতিকতম ইস্যু নিয়োগ দুর্নীতি নিয়ে বলেন, “এই দুর্নীতি অনেক বড় বড় লোক যুক্ত আছে, পালিয়ে কেউ বাঁচবে না।” রাজনৈতিক মহল মনে করছে, তাহলে কি এই দুর্নীতিতে আরও কোনও বড় মাথা জড়িয়ে রয়েছে? আবারও কি কোনও হেভিওয়েট নেতা মন্ত্রী গ্রেফতার হতে পারেন? বিজেপি নেতার মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে।

ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য, পর্ষদের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জালে। মঙ্গলবার আলিপুর আদালতে নিয়োগ দুর্নীতি মলায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই। নবম-দশম মামলায় চার্জশিটে নাম রয়েছে ১২ জনের।

সিবিআই-এর এই চার্জশিটের তালিকায় নাম রয়েছে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, প্রসন্ন রায়, প্রদীপ সিং, ইমাম মোমিন, অশোক সাহার নাম। পাশাপাশি নাম রয়েছে এসএসসির প্রাক্তন প্রোগ্রামিং অফিসার পর্ণা বসুর। কিন্তু উল্লেখযোগ্য ভাবেই এই চার্জশিটে নাম নেই পার্থর। কারণ এটি নবম দশম শ্রেণি প্রথম চার্জশিট। সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি চার্জশিটে পার্থর নাম থাকতে পারে। গ্রুপ সি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল ইডি। সেই মামলায় চার্জশিট জমা পড়েছে, তাতে নাম রয়েছে পার্থর।

এই চার্জশিট পেশের পরই এই বিষয়ে প্রশ্ন করা হয় দিলীপ ঘোষকে। তিনি বলেন, “এখনও অনেক কিছুই বাকি রয়েছে দেখার। অনেকেই গ্রেফতার হবেন। কেউ পার পাবেন না।” এদিন দিলীপ ঘোষ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরোধিতা করেন। ভাটাপাড়ায় বোমাবাজিতে কিশোর মৃত্যুর ঘটনায় তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করতেই শাসকদল এই সব করছে।”