CM Mamata Banerjee: মমতার পরিবারের নববধূ কেমন দেখতে হলেন? দেখুন, ব্যানার্জী বাড়ির বিয়ের EXCLUSIVE ছবি

CM Mamata Banerjee: বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। ফিরহাদের পাশাপাশা টুপি মাথায় পাহাড়ের চিরাচরিত সাজে দেখা গিয়েছে তাঁকেও।

| Edited By: | Updated on: Dec 07, 2023 | 6:30 PM
ভাইপোর বিয়ে নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই। প্রস্তুতিও চলছিল জোরকদমে।  বুধবার পাহাড়ে উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভাইপোর বিয়ে নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই। প্রস্তুতিও চলছিল জোরকদমে। বুধবার পাহাড়ে উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

1 / 10
গত বছর দার্জিলিংয়ে এক অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা। সেখানেই জানিয়েছিলেন, তাঁর পরিবারের এক সদস্যর সঙ্গে পাহাড়ের এক তরুণীর বিয়ে ঠিক হয়েছে। তবে কার সঙ্গে সেটা তখনও জানা যায়নি।

গত বছর দার্জিলিংয়ে এক অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা। সেখানেই জানিয়েছিলেন, তাঁর পরিবারের এক সদস্যর সঙ্গে পাহাড়ের এক তরুণীর বিয়ে ঠিক হয়েছে। তবে কার সঙ্গে সেটা তখনও জানা যায়নি।

2 / 10
পাহাড়ে গিয়ে এর আগে একাধিকবার মমতার মুখে শোনা গিয়েছে পাহাড়ের প্রশংসা। বিয়ের প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলেন, "আমাদের পরিবারের একজনের বিয়ে হচ্ছে। পাহাড়ের এক পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। আপনাদের বাড়িই এখন আমার বাড়ি।"

পাহাড়ে গিয়ে এর আগে একাধিকবার মমতার মুখে শোনা গিয়েছে পাহাড়ের প্রশংসা। বিয়ের প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলেন, "আমাদের পরিবারের একজনের বিয়ে হচ্ছে। পাহাড়ের এক পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। আপনাদের বাড়িই এখন আমার বাড়ি।"

3 / 10
বিয়ের অনুষ্ঠানে বরকর্তা হিসাবে দেখা গিয়েছে ফিরহাদ হাকিমকে। এদিন ভিন্ন সাজে দেখা গিয়েছে তাঁকেও।

বিয়ের অনুষ্ঠানে বরকর্তা হিসাবে দেখা গিয়েছে ফিরহাদ হাকিমকে। এদিন ভিন্ন সাজে দেখা গিয়েছে তাঁকেও।

4 / 10
কার্শিংয়ে চলছে বিয়ের অনুষ্ঠান। গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। ফিরহাদের পাশাপাশা টুপি মাথায় পাহাড়ের চিরাচরিত সাজে দেখা গিয়েছে তাঁকেও।

কার্শিংয়ে চলছে বিয়ের অনুষ্ঠান। গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। ফিরহাদের পাশাপাশা টুপি মাথায় পাহাড়ের চিরাচরিত সাজে দেখা গিয়েছে তাঁকেও।

5 / 10
বিয়ে উপলক্ষে পাহাড়ে গিয়েছেন তাঁর পরিবারের অনেক সদস্যই। সকলেই মেতে ওঠেন বিয়ের অনুষ্ঠানে। চলে দেদার নাচ-গানও। চলে মিষ্টিমুখ।

বিয়ে উপলক্ষে পাহাড়ে গিয়েছেন তাঁর পরিবারের অনেক সদস্যই। সকলেই মেতে ওঠেন বিয়ের অনুষ্ঠানে। চলে দেদার নাচ-গানও। চলে মিষ্টিমুখ।

6 / 10
উত্তরবঙ্গে থাকলেও বিয়ের অনুষ্ঠানে যাননি মমতা। কার্শিয়াংয়ে তিনি যেখানে রয়েছেন সেখানে দেখা করতে গিয়েছে বর-কনে।

উত্তরবঙ্গে থাকলেও বিয়ের অনুষ্ঠানে যাননি মমতা। কার্শিয়াংয়ে তিনি যেখানে রয়েছেন সেখানে দেখা করতে গিয়েছে বর-কনে।

7 / 10
বুধবার উত্তরবঙ্গে উড়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী নিজেই জানান তিনি কোনও পারিবারিক অনুষ্ঠানে থাকেন না। তবে এই নবদম্পতি তাঁর কাছে আর্শীবাদ নিতে আসবেন।

বুধবার উত্তরবঙ্গে উড়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী নিজেই জানান তিনি কোনও পারিবারিক অনুষ্ঠানে থাকেন না। তবে এই নবদম্পতি তাঁর কাছে আর্শীবাদ নিতে আসবেন।

8 / 10
বিয়ের প্রসঙ্গ উঠতে মুখ্যমন্ত্রীকে আগে বলতে শোনা যায়, "পাহাড়ের সঙ্গে সমতলের একটা রক্তের বন্ধন, হৃদয়ের বন্ধন রয়েছে। সেটা অস্বীকার করার তো জায়গা নেই।"

বিয়ের প্রসঙ্গ উঠতে মুখ্যমন্ত্রীকে আগে বলতে শোনা যায়, "পাহাড়ের সঙ্গে সমতলের একটা রক্তের বন্ধন, হৃদয়ের বন্ধন রয়েছে। সেটা অস্বীকার করার তো জায়গা নেই।"

9 / 10
শুক্রবার থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। কার্শিংয়েই রয়েছে অনুষ্ঠান। উত্তরবঙ্গ সফরে থাকাকালীন সময়ে মিরিখে ত্রাণ বিতরণের অনুষ্ঠানে থাকার কথা রয়েছে তাঁর। ১২ তারিখ শিলিগুড়ির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ওই দিনই ফের ফিরবেন সমতলে।

শুক্রবার থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। কার্শিংয়েই রয়েছে অনুষ্ঠান। উত্তরবঙ্গ সফরে থাকাকালীন সময়ে মিরিখে ত্রাণ বিতরণের অনুষ্ঠানে থাকার কথা রয়েছে তাঁর। ১২ তারিখ শিলিগুড়ির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ওই দিনই ফের ফিরবেন সমতলে।

10 / 10
Follow Us: