Mamata Banerjee: উত্তরবঙ্গ সফর শেষেই গোয়ায় পাড়ি মুখ্যমন্ত্রীর, সাগরপারে ঘর গোছাতে ব্যস্ত তৃণমূল

Goa: নবান্ন সূত্রে খবর, আগামী ২৮ অক্টোবর গোয়ায় পৌঁছবেন তৃণমূল সুপ্রিমো। সেখানে তৃণমূলে যোগদানকারী নেতৃত্বের সঙ্গে বেশ কিছু প্রশাসনিক বৈঠক রয়েছে।

Mamata Banerjee: উত্তরবঙ্গ সফর শেষেই গোয়ায় পাড়ি মুখ্যমন্ত্রীর, সাগরপারে ঘর গোছাতে ব্যস্ত তৃণমূল
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2021 | 5:49 PM

কলকাতা: উত্তরবঙ্গ সফর শেষ করেই ভিনরাজ্যে সাগরপারে পাড়ি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২৮ অক্টোবর গোয়ায় পৌঁছতে পারেন মুখ্য়মন্ত্রী। সেখানেই টানা চারদিন থেকে  ১ নভেম্বর ফিরতে পারেন কলকাতায় এমনটাই খবর নবান্ন সূত্রে। ২০২২-এ ফেব্রুয়ারি মাসে গোয়ায় বিধানসভা নির্বাচন। তারআগে মুখ্যমন্ত্রীর এই সফর বিশেষ তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নবান্ন সূত্রে খবর, আগামী ২৮ অক্টোবর গোয়ায় পৌঁছবেন তৃণমূল সুপ্রিমো। সেখানে তৃণমূলে যোগদানকারী নেতৃত্বের সঙ্গে বেশ কিছু প্রশাসনিক বৈঠক রয়েছে। তারপর একটি সাংবাদিক বৈঠক ও সভাও করতে পারেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি, মুখ্য়মন্ত্রীর উপস্থিতিতেই কয়েকজন অন্য দলের নেতার তৃণমূলে যোগদানের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে নির্বাচনের আগে সৈকতনগরে দলের ক্ষমতা প্রতিষ্ঠা করতেই এই সফর বলে মনে করছেন রাজনৈতিক নেতৃত্বের একাংশ।

গত, ২৯ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। ভাঙা কংগ্রেসকে পুনরায় ঐক্যবদ্ধ করতেই তৃণমূলে যোগদান, এমনই মন্তব্য করেছিলেন গোয়ার প্রাক্তন মুখ্য়মন্ত্রী। টুইট করে দলে চলে না, রাস্তায় নামতে হয় বলে কটাক্ষও করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

তৃণমূলে যোগদানের আগে ওইদিনই মুখ্য়মন্ত্রীর সঙ্গ বৈঠক করেন ফালেইরো। কংগ্রেসের হয়ে ত্রিপুরা-সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্বও সামলেছেন ফালেইরো। শুধু ফালেইরো নন, যোগদানের তালিকায় ছিলেন ৬ প্রাক্তন কংগ্রেস নেতা-সহ মোট ১০ জন। লুইজিনহো সেদিন সাংবাদিক বৈঠকে বলেছিলেন, “তৃণমূল কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস, শরদ পাওয়ার কংগ্রেস, আমি চাই কংগ্রেস পরিবার একত্রিত হোক। আমার লক্ষ্য বিজেপিকে হারানো। বিজেপিকে হারাতেই আমার তৃণমূলে যোগদান। গোয়ায় নতুন সূর্যোদয় হবে। কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকলে আমরা চুপ করে থাকতে পারি না। তৃণমূল কংগ্রেস বিজেপির সামনে মাথানত করবে না”

ফালেইরোর যোগদানের আগেই গোয়াতে পা রেখেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। কিন্তু, সেই সফর নিয়ে বিশেষ মুখ খোলেননি তৃণমূল সাংসদ। তবে কোঙ্কনি লেখক এন শিবদাস জানান, তিনি নিজে কলকাতায় প্রশান্ত কিশোরের সঙ্গে দেখা করেছেন। ২০২২ ও ২০২৪-এর নির্বাচনকে মাথায় রেখেই সর্বশক্তি দিয়ে তৃণমূল আসরে নামতে চাইছে বলে দাবি করেন এন শিবদাস।

২০১২ সালে প্রথমবার গোয়া অভিযানে নামে তৃণমূল। সেবার, নির্বাচনে একটি আসনে প্রার্থীও দেয় ঘাসফুল। কিন্তু, ফিরতে হয় খালি হাতেই। এ বার একুশের বিধানসভা নির্বাচনের পরেই আসন্ন চব্বিশের লোকসভাকেই পাখির চোখ করেছে তৃণমূল। গোয়ায় অনেক রাজনৈতিক নেতারাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন বলে সূত্রের খবর। গায়ক লাকি আলি, প্রাক্তন সাঁতারু তথা অভিনেত্রী নাফিসা আলির সঙ্গেও সাক্ষাত্‍ সেরেছেন ডেরেক, খবর এমনটাই। ইতিমধ্যেই গোয়ার হালহকিকত জেনে নিয়েছে  ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। ডেরেক ছাড়াও, গোয়া-সফরে তৃণমূলের তরফে সুখেন্দুশেখর রায়, বিধায়ক সোহম চক্রবর্তী, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারিরাও ছিলেন।

২০২৪-এ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। তাই এখন থেকেই বিজেপি শাসিত রাজ্যগুলির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিশেষ উদ্য়োগী ঘাসফুল। গোয়া, ত্রিপুরা, মেঘালয়ে পর পর যদি পদ্ম শিবিরকে হারানো যায় তবে লোকসভা নির্বাচনে তা বড় ফ্যাক্টর হতে পারে বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্বের একাংশ।

আরও পড়ুন: ‘খুন করতে চাইনি, বাধ্য করা হয়েছিল’, তৃণমূল নেতা হত্যাকাণ্ডে স্বীকারোক্তি ধৃত সুরজের