AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Durga Puja: রঙিন মূর্তিতে নজর কাড়ছে টালা বারোয়ারি

Kolkata Durga Puja: হলুদ-সবুজ-লাল-নীল কোন রঙ নেই সেখানে। পুজো উদ্যোক্তাদের দাবি, সব শ্রেণির মানুষ এই শিল্প উপভোগ করতে পারবে, আনন্দও পাবে। ভারতীয় সংস্কৃতিকে যে এমন আধুনিক রূপ দেওয়া যায়, সেটাই তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে। বিশেষত বিদেশি পর্যটক বা দর্শনার্থীদের কাছে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরাই উদ্দেশ্য বলে জানাচ্ছেন ক্লাব কর্তারা।

Kolkata Durga Puja: রঙিন মূর্তিতে নজর কাড়ছে টালা বারোয়ারি
Image Credit: Facebook
| Updated on: Sep 28, 2025 | 5:51 PM
Share

কলকাতা: উত্তর কলকাতার পুজোগুলির মধ্যে বরাবরই জনপ্রিয়তা পেয়েছে টালা বারোয়ারি। তাদের ক্যাপশনে লেখা থাকে ‘উত্তরের উত্তর’। বর্তমানে উত্তর কলকাতার আরও অনেক পুজো থিম সাজালেও টালা বারোয়ারির জৌলুস কমেনি। প্রতি বছরই সাধারণ মানুষ ভিড় করেন ওই পুজো দেখতে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এবার ওই পুজোর থিম ‘মধুসূদন’। এবার ১০৫ বছরে পা দিয়েছে ওই পুজো। সেই মণ্ডপে ঢুকলেই চোখ জুড়িয়ে যাবে। যেন রঙের মেলা বসেছে। মূর্তি থেকে প্যান্ডেল সর্বত্র রঙের ছড়াছড়ি। মূর্তি তৈরি হয়েছে একেবারে মধুবনী আর্টের আদলে। যেন মধুবনী আর্টের এক প্রদর্শনী। রয়েছে বড় বড় ইন্সটলেশন।

হলুদ-সবুজ-লাল-নীল কোন রঙ নেই সেখানে। পুজো উদ্যোক্তাদের দাবি, সব শ্রেণির মানুষ এই শিল্প উপভোগ করতে পারবে, আনন্দও পাবে। ভারতীয় সংস্কৃতিকে যে এমন আধুনিক রূপ দেওয়া যায়, সেটাই তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে। বিশেষত বিদেশি পর্যটক বা দর্শনার্থীদের কাছে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরাই উদ্দেশ্য বলে জানাচ্ছেন ক্লাব কর্তারা।

ভিতরটা যেন এক বিশাল অডিটোরিয়ামের মতো, আর তার মধ্যেই চলছে রঙের প্রদর্শনী। প্রতিদিন সন্ধ্যায় ভিড় ঠেকানো যাচ্ছে না ওই মণ্ডপে। শিল্পীর নিখুঁত ভাবনা ফুটিয়ে তুলেছেন অন্যান্য শিল্পীরাও। সবটাই সাধারণ মানুষের কাছে যথেষ্ট আকর্ষণীয়।