CV Ananda Bose: ক্রিকেট টিম করছেন রাজ্যপাল বোস, জানিয়ে দিলেন কারা সুযোগ পাবে
CV Ananda Bose: রবিবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। এই ম্যাচের টিকিট নিয়ে কম বিতর্ক চলছে না। এরইমাঝে শনিবার রাজভবনের তরফে ঘোষণা করা হয়, খেলা দেখাবে তারা। নাম দেওয়া হয়েছে জনতা স্টেডিয়াম। রাজভবনের লনে জায়ান্ট স্ক্রিনে এই ম্যাচ দেখানো ব্যবস্থা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
কলকাতা: এবার বাচ্চাদের নিয়ে ক্রিকেট দল তৈরি করার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল। রবিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘোষণা করেন ‘গভর্নরস সেঞ্চুরি গ্রুপ’-এর। এখানে প্রতিভাসম্পন্ন ১০০ জন শিশুকে চিহ্নিত করা হবে এবং তাদের প্রশিক্ষিত করা হবে। স্কুলগুলি তাদের সম্ভাব্য প্রতিভা মূল্যায়ন করবে প্রাথমিকভাবে। পরে গ্র্যান্ড জুরি ফাইনাল বাছাই করবে। রাজভবন কোচ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রাখবে। সেঞ্চুরি গ্রুপের সদস্যদের গ্রুমিংয়ের দায়িত্ব রাজভবনের। কলকাতা, দার্জিলিং এবং ব্যারাকপুরের রাজভবন ক্যাম্পাসে তাদের প্রশিক্ষণের সুযোগ-সুবিধা দেওয়ার চিন্তাভাবনাও রয়েছে। একই ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও চালু করা হবে।
রবিবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। এই ম্যাচের টিকিট নিয়ে কম বিতর্ক চলছে না। এরইমাঝে শনিবার রাজভবনের তরফে ঘোষণা করা হয়, খেলা দেখাবে তারা। নাম দেওয়া হয়েছে জনতা স্টেডিয়াম। রাজভবনের লনে জায়ান্ট স্ক্রিনে এই ম্যাচ দেখানো ব্যবস্থা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এদিন লনে জনতা স্টেডিয়ামে প্রথম থেকেই বসে রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরনে ইন্ডিয়া ক্রিকেট টিমের জার্সি। রাজ্যপাল বোস বলেন, “সকলের মধ্যেই ক্রিকেট নিয়ে একটা আলাদা উন্মাদনা রয়েছে। তবে ক্যাপাসিটির কারণে সকলের পক্ষে তো ইডেন গার্ডেন্সে যাওয়া সম্ভব নয়। তাই আমরা ভাবলাম রাজভবন তো ইডেনের একেবারে কাছেই। আমরা যদি সাধারণ মানুষের জন্য এরকম একটা ব্যবস্থা করি তাতে সকলে খুবই আনন্দ পাবেন।”