Charu Market: সর্ষের মধ্যেই ভূত! চারু মার্কেটে বৃদ্ধার গহনা লুঠ করল কে?
Charu Market: চারু মার্কেট থানা এলাকার কেপি রায় লেনের ঘটনা। জানা গিয়েছে, ওই এলাকায় একাই থাকতেন বছর সত্তরের বৃদ্ধা মিতা সাহা। পাশের ফ্ল্যাটে থাকতেন তাঁর ছেলে ও বৌমা। ঘটনার সময় বাড়িতে কেউই ছিল না বলে খবর।
কনিত্যদিন জেলা থেকে প্রচুর চুরির খবর প্রকাশ্যে আসছিল। তবে এবার আর জেলা নয়, খোদ কলকাতার চারু মার্কেট এলাকায় দুঃসাহসিক ডাকাতি। এক বৃদ্ধাকে মারধর করে লুঠ করে নেওয়া হল তাঁর যাবতীয় গহনা। এরপর চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্তে নেমে দেখেন এ যে সর্ষের মধ্যেই ভূত। বৃদ্ধার ছেলের গাড়ির চালকই এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
চারু মার্কেট থানা এলাকার কেপি রায় লেনের ঘটনা। জানা গিয়েছে, ওই এলাকায় একাই থাকতেন বছর সত্তরের বৃদ্ধা মিতা সাহা। পাশের ফ্ল্যাটে থাকতেন তাঁর ছেলে ও বৌমা। ঘটনার সময় বাড়িতে কেউই ছিল না বলে খবর। জানা গিয়েছে, ছেলের গাড়ির চালক ঘটনার দিন জল খাবেন বলে বাড়িতে ঢোকেন। অভিযোগ, এরপরই বৃদ্ধাকে বেধড়ক মারধর করেন। গায়ের সমস্ত গহনা লুঠ করে সেখান থেকে চম্পট দেন তিনি।
দুষ্কৃতির কাছ থেকে প্রাণে বাঁচতে যতটা সম্ভব লড়াই করে চলেন মিতা দেবী। বৃদ্ধার চিৎকারে ছুটে আসেন পাশের বাড়ির মহিলা। তিনি এসে মিতা দেবীকে উদ্ধার করে নিয়ে যায়। খবর পেয়ে বাড়িতে পৌঁছন ওই বৃদ্ধার পুত্র ও পুত্রবধূ। অভিযোগ দায়ের হয় চারু মার্কেট থানায়। এরপর শনিবার অভিযুক্তকে গ্রেফতার করে চারু মার্কেট থানার পুলিশ। মিতা দেবী বলেন, “আমি চা খেয়ে শুয়ে পড়েছিলাম। সাড়ে চারটের সময় উঠি। তারপর বেল বাজে। দেখি আমার ছেলের গাড়ির চালক। সে আমায় প্রশ্ন করছে আপনি কে? ও কিন্তু জানে আমি আমার ছেলের মা। তারপর জল খেতে চায়। আমি জল আনতে যাব। তারপর ঘরের ভিতরে ঢুকে মারধর করে গা থেকে গহনা খুলে নিয়ে পালিয়ে গেল।”