উদ্বোধন হয়ে গিয়েছে শুক্রবারই। আগামী সোমবার (২ জানুয়ারি) থেকে বাণিজ্যিকভাবে পথ চলা শুরু হবে জোকা-তারাতলা মেট্রোর।
মেট্রো চলবে সোম থেকে শুক্রবার পর্যন্ত। আপাতত শনি-রবিতে জোকা-তারাতলা লাইনে মেট্রো পরিষেবা থাকছে না।
সারাদিনে একটি মেট্রোই আপ-ডাউন যাতায়াত করবে। অর্থাৎ, যেটি আপ লাইনে যাবে, সেটিই ডাউনে ফিরে আসবে এবং তারপর আবার আপ লাইনে যাবে।
আপাতত দিনে ১২ টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ছয়টি যাবে আপ লাইনে এবং ছয়টি ডাউন লাইনে। প্রতি এক ঘণ্টা অন্তর মিলবে পরিষেবা।
জোকা মেট্রো (ফাইল ছবি)
তারাতলা থেকে মেট্রো পাওয়া যাবে - সকাল সাড়ে ১০টায়, বেলা সাড়ে ১১টায়, দুপুর সাড়ে ১২টায়, দুপুর সাড়ে ৩টেয়, বিকেল সাড়ে ৪টেয় এবং বিকেল সাড়ে ৫টায়।