Fire in Kolkata: বাইপাস সংলগ্ন গ্যারাজে বিধ্বাংসী আগুন, দমকল দেরিতে আসায় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা
Fire in Kolkata: যে জায়গায় ওই গ্যারেজ তার আশপাশে রয়েছে অনেক ঝুপড়ি। গোটা এলাকাতেই ঘন জনবসতি। সে কারণে আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখছেন দমকল কর্মীরা। দমকলের চেষ্টা আগুন অল্প সময়ের মধ্য়ে কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরভাবে দমানো যায়নি বলেই খবর।

কলকাতা: বাইপাস সংলগ্ন গ্যারাজে ভয়াবহ আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক গাড়ি। খবর যায় দমকলে। ইতিমধ্যেই দকমলের দু’টি ইঞ্জিন আরুপোতায় ওই গ্যারাজে পৌঁছেছে। তবে দমকল আসার আগে এলাকার বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। ক্ষোভ রয়েছে দমকলের ভূমিকা নিয়ে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রায় সাড়ে দশ’টা নাগাদা আগুন লাগে। মুহূর্তেই খবর যায় দমকলে। কিন্তু, দমকল কর্মীরা আসতে দেরি করায় তাঁরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এদিকে যে জায়গায় এই কাণ্ড হয়েছে সেটি বেশ জনবহুল। তাই জলের গাড়ি নিয়ে সেখানে ঢুকতে বেশ খানিকটা বেগ পেতে দেখা যায় দমকল কর্মীদের।
যে জায়গায় ওই গ্যারেজ তার আশপাশে রয়েছে অনেক ঝুপড়ি। গোটা এলাকাতেই ঘন জনবসতি। সে কারণে আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখছেন দমকল কর্মীরা। দমকলের চেষ্টা আগুন অল্প সময়ের মধ্য়ে কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরভাবে দমানো যায়নি বলেই খবর। এখনও বেশ কিছু জায়গা থেকে আগুনের ফুলকি দেখা যাচ্ছে।
