Dilip Ghosh: ‘তাঁর নামে কেস নেই…’, কেন মমতার প্রশংসা করেছিলেন, ব্যাখ্যা দিলেন দিলীপ
Dilip Ghosh: বুধবার বিজেপির সদ্য রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যান দিলীপ। বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন, তাতে দলের মধ্যে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে, প্রশ্ন করা হয় দিলীপকে।

কলকাতা: দিঘা সফরে গিয়ে দলের অন্দরে আক্রমণের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দু’জনের প্রতিক্রিয়াতেই ধরা পড়েছিল অসন্তোষ। সুকান্ত মজুমদার স্পষ্ট বলেছিলেন, দিলীপের সিদ্ধান্ত ব্যক্তিগত, দল অনুমোদন করে না। আবার দিলীপের এই মমতা-সাক্ষাতে অন্য রাজনীতির গন্ধ পেয়েছিলেন প্রবীণ নেতা তথাগত রায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, কেন প্রশংসা করেছিলেন, এতদিনে ব্যাখ্যা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
বুধবার বিজেপির সদ্য রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যান দিলীপ। বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন, তাতে দলের মধ্যে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে, প্রশ্ন করা হয় দিলীপকে। উত্তরে তিনি বলেন, ” আমি তো সবার প্রশংসা করি। কারোর বিরুদ্ধে বিনা কারণে আমি কিছু বলেছি? কারোর সঙ্গে আমার শত্রুতা নেই। প্রশংসা করব না কেন!” নাম না করে সমালোচকদের কটাক্ষ করে দিলীপ বলেন, ” যাঁরা এত বড় বড় কথা বলেছে, তাঁদের নামে এত কেস রয়েছে। আর যাঁকে নিয়ে এত চর্চা, তাঁর নামে এত কেস কেন? আর যাঁর নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেনি, তাঁর সঙ্গে গিয়ে যদি আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম?”
তবে আগেই TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এসে দিলীপ বলেছিলেন, তাঁর দিঘার জগন্নাথ মন্দির যাওয়া আসলে ‘হিন্দুত্বের জয়’।

