কলকাতা: রবিবাসরীয় সন্ধেয় দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদী। দেশ-বিদেশের রাষ্ট্রনেতারা আমন্ত্রিত রয়েছেন মোদীর শপথগ্রহণে। দেশেরও বিভিন্ন রাজনীতিকরা আমন্ত্রিত রয়েছেন সেখানে। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষও। এবারের লোকসভা ভোটে পরাস্ত হয়েছেন তিনি। কিন্তু এককালে বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব সামলেছেন। বাংলায় আজ বিজেপির যে সংগঠন তৈরি হয়েছে, তার চারাগাছ বপন করেছিলেন দিলীপ ঘোষই। এবার তৃতীয় বারের জন্য মোদীর প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণে আমন্ত্রণ পেলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিও।
উল্লেখ্য, বিজেপি বাংলায় যে উল্কাগতির উত্থান দেখেছিল উনিশের লোকসভা ভোটে, তাতে অন্যতম কাণ্ডারী ছিলেন দিলীপ ঘোষ। তিনি তখন বঙ্গ বিজেপির সভাপতি। গোটা বাংলা চষে বেড়িয়ে, বিজেপির সংগঠন বিস্তার করেছিলেন বাংলায়। কিন্তু এবারের ভোটে তিনি পরাস্ত হয়েছেন। মেদিনীপুরের চেনা আসন থেকে সরিয়ে তাঁকে প্রার্থী করা হয়েছিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। হঠাৎ করে আসন বদলকেই এই ইন্দ্রপতনের অন্যতম কারণ হিসেবে ব্যাখ্যা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ভোটে পরাজয়ের পর দিলীপ ঘোষেরও একাধিক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কখনও ‘কাঠিবাজির’ তত্ত্ব উঠে এসেছে দিলীপের গলায়। কখনও আবার দলের পুরনো কর্মীদের গুরুত্ব বুঝিয়েছেন তিনি। আজ আবার আরও একধাপ এগিয়ে বলেছেন, আসন বদল নিয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন, কিন্তু তারপরও তাঁকে বর্ধমান-দুর্গাপুরে লড়তে পাঠানো হয়েছিল।
যদিও দিলীপের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বর্তমান পরিস্থিতির সঙ্গে দিল্লি যাওয়ার কোনও সম্পর্ক নেই। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আগামিকাল সকালের বিমানে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে দিলীপ ঘোষের।