Dilip Ghosh: ‘দলের মেদ হয়েছে…’, কেন বললেন দিলীপ ঘোষ? শুভেন্দুকে নিয়েও বড় কথা
Dilip Ghosh: দিলীপ বলেন, "অত্যাধিক মেদ হয়ে গেলে শরীরে সমস্যা হয়। বিজেপিরও তাই হয়েছে। তবে এখন বিজেপির মেদ ঝরছে।" মেদ বলতে কি তবে বাইরে থেকে আসা রাজনৈতিক নেতারা? দিলীপ বলেন, "রাজনৈতিক বাধ্যবাধকতা থাকে।"
কলকাতা: বিজেপির মেদ বেড়ে গিয়েছে! বিস্ফোরক মন্তব্য করলেন বঙ্গ বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ। TV9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। কথা বলচ্ছিলেন সংগঠন, দলের নতুন নেতাদের নিয়ে। কথা বলার ফাঁকেই হঠাৎ বলে ফেললেন ‘বিজেপির মেদ বেড়ে গিয়েছে…’ কিন্তু হঠাৎ একথা কেন? দিলীপ অবশ্য প্রশ্ন এড়াননি। ব্যাখ্যাও দিয়েছেন।
দিলীপ বলেন, “অত্যাধিক মেদ হয়ে গেলে শরীরে সমস্যা হয়। বিজেপিরও তাই হয়েছে। তবে এখন বিজেপির মেদ ঝরছে।” মেদ বলতে কি তবে বাইরে থেকে আসা রাজনৈতিক নেতারা? দিলীপ বলেন, “রাজনৈতিক বাধ্যবাধকতা থাকে।” দলকেও তাদের রক্ষণশীলতা ভেঙে কিছুটা সমঝোতায় আসতে হবে বলে মনে করেন দিলীপ। তিনি বলেন, “পার্টির মধ্যেও সেই সিস্টেমটা ডেভলপ করতে হবে। হয়তো আদর্শের সঙ্গে যুক্ত করতে হবে।” বাইরে থেকে আসা নেতাদের উপযোগিতা, কাজে লাগাতে হবে। তাঁদেরকে যোগ্য জায়গায় দিতে হবে। না হলে তাঁদেরকে বাদ দিতে হবে, মনে করেন দিলীপ। তখনই তিনি বলেন, “আর তা না হলে মেদ বাড়বে।”
কথা ওঠে শুভেন্দু অধিকারী ও তাঁর নেতৃত্ব প্রসঙ্গে। শুভেন্দু মেন স্ট্রিমিংয়ের সঙ্গে যুক্ত হয়েছেন? দিলীপের উত্তর, “সময় বলবে। তাঁকে আমরা যোগ্য সম্মান দিয়েছি। যোগ্য পদে বসিয়েছি। যোগ্যতা কাজে লাগাবেন পার্টির কাজে, আশা রাখব।” তবে এর পাশাপাশি তাঁর বিস্ফোরক মন্তব্য, “ওঁঁর থেকে বড় বড় লোক এসেছে দলে। সিপিএম থেকেও অনেক বেশি লোক এসেছে। তবে এটা বলব সিপিএমের লোকদের নিয়ে কোনও সমস্যা নেই। তাঁরা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ। যাঁরা এসেছেন, তাঁরা বুঝতে পারছেন না. বিজেপির কালচারটা কী, অর্গানাইজেশন কী চায়, তাঁরা যত তাড়াতাড়ি শিখে নেবেন, তাঁদেরই ভাল।”