নৈহাটি থেকে নবদ্বীপ, ঢেলে সাজানো হচ্ছে বাংলার রেল, বরাদ্দ ৬০০০০ কোটি, জানিন বিস্তারিত

Railway: কী কী কাজ নতুন হচ্ছে, সেই সম্পর্কিত তথ্য সম্প্রতি প্রকাশ্যে এনেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নতুন লাইন তৈরি থেকে ডবল লাইন তৈরি করার মতো কাজ চলছে বাংলা জুড়ে।

নৈহাটি থেকে নবদ্বীপ, ঢেলে সাজানো হচ্ছে বাংলার রেল, বরাদ্দ ৬০০০০ কোটি, জানিন বিস্তারিত
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 24, 2024 | 1:50 PM

নয়া দিল্লি: পশ্চিমবঙ্গে রেলপথ হল নিত্যযাত্রীদের ভরসার কেন্দ্র। প্রতিদিন রেলপথে যাতায়াত করেন বহু মানুষ। জেলায় জেলায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন। লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেন চলে বিভিন্ন গন্তব্যে। সেই রেলের চেহারা এবার আমুল বদলে যাবে। ৪৩ খানা প্রজেক্ট চলছে গোটা রাজ্য জুড়ে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি সেই সংক্রান্ত তথ্য সামনে এনেছেন। শুধুমাত্র এই রাজ্যের জন্য ৬০,১৬৮ কোটি টাকা বরাদ্দ করেছে রেল। ২০২৪ সালের ১ এপ্রিল পর্যন্ত তথ্য বলছে, মোট ৪৩টি প্রজেক্ট চলছে বাংলায়।

প্রকল্পগুলি বর্তমানে বিভিন্ন পর্যায়ে রয়েছে। কোনওটির পরিকল্পনা চলছে, কোনওটি আবার নির্মাণকাজ শুরু হয়ে গিয়েছে। মোট ২০,৪৩৪ কোটি টাকা খরচ করা হয়েছে গত মার্চ মাস পর্যন্ত। ১৬৫৫ কিলোমিটারের কাজও হয়ে গিয়েছে। পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল ও উত্তর পূর্ব রেলে এইসব কাজগুলি চলছে।

কী কী কাজ চলছে বাংলায়?

রাজ্যে তৈরি হচ্ছে ১০৮৭ কিলোমিটারের নতুন লাইন। এর মধ্যে ৩২২ কিলোমিটার লাইনের কাজ সম্পূর্ণ হয়েছে। ১২০১ কিলোমিটার জুড়ে গজ কনভার্সন করা হচ্ছে, যার ৮৫৪ কিলোমিটারের কাজ হয়ে গিয়েছে। এছাড়া ডবল লাইন বা মাল্টি লাইন তৈরি হচ্ছে ২,১৯২ কিলোমিটার জুড়ে। এর মধ্যে ৪৭৯ কিলোমিটারের কাজ শেষ।

যে যে লাইনে কাজ চলছে

নবদ্বীপ ঘাট- নবদ্বীপ ধাম নতুন লাইন

চন্দনেশ্বর-জলেশ্বর নতুন লাইন

নৈহাটি-রানাঘাট তৃতীয় লাইন

বালুরঘাট-হিলি নতুন লাইন

সাইথিঁয়া ও সীতারামপুরের বাইপাসের কাজ।