Doctor’s Rally: পুলিশের মানববন্ধন টপকে হুড় হুড় করে দৌড়লেন, অশান্তির মধ্যে দিয়েই পার্কস্ট্রিটে শুরু চিকিৎসকদের পুজো পরিক্রমা

Doctor's Rally: এক আ্ন্দোলনকারী চিকিৎসক বলেন, "ম্যাটাডোরের অনুমতি দিল না। পুলিশ বলছে, মিছিলের অনুমতি দেওয়া হবে না। আমরা ন্যায়ের জন্য লড়ছি। আজকে তিন চার দিন ছেলেমেয়েগুলো যেভাবে অনশনে বসে রয়েছে, তাঁদের পালস বিপি কমতে শুরু করেছে। এগুলো তো মুখ্যমন্ত্রীর দেখা উচিত।"

Doctor's Rally: পুলিশের মানববন্ধন টপকে হুড় হুড় করে দৌড়লেন, অশান্তির মধ্যে দিয়েই পার্কস্ট্রিটে শুরু চিকিৎসকদের পুজো পরিক্রমা
পার্ক স্ট্রিটে অশান্তি Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2024 | 6:03 PM

কলকাতা: চাঁদনি চকের পর এবার ধর্মতলা। চিতিৎসকদের পরিক্রমা কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ। সন্ধ্যার পর ধর্মতলা থেকে চিকিৎসকরা পরিক্রমা কর্মসূচি শুরু করেন। প্রথমে তাঁদের ম্যাটাডোরে যাওয়ার কথা ছিল। কিন্তু ম্যাটাডোর আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।পুলিশের সঙ্গে প্রাথমিকভাবে বচসাও হয় চিকিৎসকদের। তারপর অ্যাপ্রন গায়ে  হেঁটেই পরিক্রমার সিদ্ধান্ত নেন তাঁরা।

এক আ্ন্দোলনকারী চিকিৎসক বলেন, “ম্যাটাডোরের অনুমতি দিল না। পুলিশ বলছে, মিছিলের অনুমতি দেওয়া হবে না। আমরা ন্যায়ের জন্য লড়ছি। আজকে তিন চার দিন ছেলেমেয়েগুলো যেভাবে অনশনে বসে রয়েছে, তাঁদের পালস বিপি কমতে শুরু করেছে। এগুলো তো মুখ্যমন্ত্রীর দেখা উচিত।”

পার্কস্ট্রিটে যখন চিকিৎসকরা হাঁটতে শুরু করেন, তখন দেখা যায়, পুলিশ রীতিমতো মানববন্ধন করে চিকিৎসকদের বাধা দেওয়ার চেষ্টা করে। সেখানে চিকিৎসকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। দাঁড়িয়ে যায় যানবাহন। একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তারপরও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সাধারণ মানুষ মানববন্ধন করে এগিয়ে চলতে থাকেন।

এক জুনিয়র চিকিৎসক বলেন, “আমরা ম্যাটাডোর করে শান্তিপূর্ণভাবে পুজো পরিক্রমা করতে চেয়েছিলাম। সেখানে আমাদের বার্তাটুকু পৌঁছে দিতে চেয়েছিলাম। কিন্তু অনুমতি নেওয়া সত্ত্বেও, যখন সিএনএমসি থেকে চার জন ম্যাটাডোরে আসি, তখন তিনটে ম্যাটাডোর আটকে দেয়। তখন সার্জন আটকে দিলেন। বারবার আমাদের ইউটার্ন করিয়ে এমন জায়গায় দাঁড় করানো হল, সেটা ওয়ান ওয়ে। ড্রাইভারদের থেকে গাড়ির চাবি নিয়ে নেওয়া হয়। হাঁটতে শুরু করেছি। যতদূর সাধারণ মানুষ আমাদের সঙ্গে থাকবেন, ততদূর যাব।” উল্লেখ্য, চাঁদনি চকেও একইভাবে চিকিৎসকদের মিছিলে পুলিশি বাধার অভিযোগ ওঠে।