Bardhaman Station: বর্ধমান স্টেশনে সিগন্যাল বিভ্রাট, বিঘ্ন ঘটল ট্রেন চলাচলে
বর্ধমান স্টেশনে সিগন্যাল বিভ্রাট। ফলে লোকাল সহ মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি বিভিন্ন জায়গায় আটকে পড়ে। রেলের তরফে জানা গিয়েছে, রাত সাড়ে ৮টা থেকে সিগন্যাল পয়েন্টে সমস্যা হওয়ায় ট্রেন চলাচলের ক্ষেত্রে বিপত্তি ঘটে।
বর্ধমান: সিগন্যাল সমস্যার জেরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটল বর্ধমান স্টেশনে। রাজ্যের গুরুত্বপূর্ণ এই স্টেশনে সিগন্যাল বিভ্রাটের জেরে রবিবার রাতে বেশ কিছু ট্রেন চলেছে দেরি করে। লোকাল এবং একাধিক এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সূচি মেনে চলতে পারেনি। রেল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশনের পশ্চিম বিভাগের সিগন্যালে গণ্ডগোল হয়েছে। অর্থাৎ বর্ধমান-আসানসোল লাইনের সিগন্যালে সমস্যা হওয়ার ট্রেন চলছে ধীর গতিতে। এর জেরে দেরি হচ্ছে ট্রেন চলাচলে। এর জেরে বর্ধমানে রবিবার রাতে বেশ কিছু ট্রেন আটকে পড়ে। প্রাথমিক মেরামতির পর অবশ্য ট্রেন চলাচল করছে। কিন্তু এর জেরে হয়রানির শিকার নিত্যযাত্রী থেকে দূরপাল্লার ট্রেনযাত্রীরা।
বর্ধমান স্টেশনে সিগন্যাল বিভ্রাট। ফলে লোকাল সহ মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি বিভিন্ন জায়গায় আটকে পড়ে। রেলের তরফে জানা গিয়েছে, রাত সাড়ে ৮টা থেকে সিগন্যাল পয়েন্টে সমস্যা হওয়ায় ট্রেন চলাচলের ক্ষেত্রে বিপত্তি ঘটে। মেরামতির পর রাত ১০টার পর থেকে আপ লাইন ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়। তবে ডাউন লাইনের সিগন্যালের পয়েন্টে মেরামতের কাজ চলেছে গভীর রাত অবধি। বর্ধমান জংশনের স্টেশন ম্যানেজার স্বপন ভট্টাচার্য বলেছেন, “পশ্চিম বিভাগের অর্থাৎ আসানসোলের দিকে সিগন্যালে গণ্ডগোল হয়েছিল।ট্রেনগুলি চলছে ধীর গতিতে। ওপিটি – ১৮ (রেলের ভাষা) দিয়ে ট্রেন চালানো হচ্ছে।”
এই সিগন্যাল বিভ্রাটের ঘটনায় হয়রানিতে পড়েছেন নিত্যযাত্রী থেকে দূরপাল্লার যাত্রীরা। সিগন্যাল না পেয়ে বিভিন্ন স্টেশনে মেল, এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনও আটকে পড়ে। বর্ধমান হাওড়া মেইন ও কর্ড শাখার পাশাপাশি রামপুরহাট ও আসানসোল শাখায় ট্রেন চলাচলে এর প্রভাব পড়েছে। বর্ধমান স্টেশনে স্টপেজ না থাকলেও দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া গাজিপুর এক্সপ্রেস। পাশাপাশি আপ কাঞ্চনকন্যা, হাওড়া জামালপুর এক্সপ্রেস সহ বহু ট্রেন চলাচল করছে বেশ খানিকটা দেরী করে।