Justice Abhijit Gangopadhyay: আগে লোকে সিবিআইকে ভয় পেত, এখন হাসে: বিচারপতি গঙ্গোপাধ্যায়

Justice Abhijit Gangopadhyay: প্রসঙ্গত, এর আগে মানিক মামলায় সিবিআইয়ের কাজে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি। জুলাই মাসে সাফ বলেছিলেন, ১০ মাস কিছুই করেনি সিবিআই। প্রয়োজনে সিবিআইয়ের ডিরেক্টরকে ডাকব। প্রয়োজনে প্রধানমন্ত্রীকে জানাব। এদিনও কার্যতও একই লাইনে হেঁটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তোপ দাগলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Justice Abhijit Gangopadhyay: আগে লোকে সিবিআইকে ভয় পেত, এখন হাসে: বিচারপতি গঙ্গোপাধ্যায়
বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের তোপের মুখে সিবিআইImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 11:46 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তে মহা ফাঁপরে সিবিআই। সোমবারের পর এদিনও আদালতের তোপের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। OMR শিট মামলায় সিবিআইয়ের কাজকর্মে ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির তদন্তে থাকা সিবিআই সিটের প্রধান অশ্বিনী শেনভিকে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি। ২৭ সেপ্টেম্বর তাঁকে ডাকা হয়েছে আদালতে। 

সূত্রের খবর, এদিন মামলার শুনানিতে সিবিআইকে তীব্র ভৎর্সনা করে বিচারপতি গাঙ্গুলি বলেন, “সিবিআই বোকা সেটা বিশ্বাস করি না। কিন্তু মন দিয়ে কাজ করেনি। একটা রিপোর্ট দেখে পর্যবেক্ষণ করতে বাধ্য হচ্ছি। এই মামলায় সিবিআই ডাহা ফেল করেছে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করেনি। সাধারণ মানুষ জানুক, সিবিআই ফেল করেছে। সিবিআই অফিসার নির্লজ্জ। থার্ড ক্লাস ক্লার্কের মতো কাজ। আগে লোকে সিবিআইকে ভয় পেত। এখন হাসে। ডাকলেও যায় না।”

প্রসঙ্গত, এর আগে মানিক মামলায় সিবিআইয়ের কাজে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি। জুলাই মাসে সাফ বলেছিলেন ১০ মাস কিছুই করেনি সিবিআই। প্রয়োজনে সিবিআইয়ের ডিরেক্টরকে ডাকব। প্রয়োজনে প্রধানমন্ত্রীকে জানাব। মঙ্গলবারও বিচারপতি বলেন, “রিপোর্ট দেখে মনে হচ্ছে সিবিআই নিজেই কালপ্রিটদের ঢাকার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর দফতরে পাঠাব। বলব, কিছুই করছে না সিবিআই।” 

এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “সিবিআই কখনও তৎপরতা বাড়ায়, কখনও কমায়। এই আপ-ডাউনটা হয় কেন? ঠিকই বলছেন উনি। তবে এটাও বলছি, একজন বিচারপতি প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন এটা আমার কাছে বিসদৃশ লাগল।” বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য বলছেন, “আমরাও তো চাই প্রভাবশালীরা সামনে আসুক। কোর্টও যেরকম অখুশি, আমরাও অখুশি। মানুষ অনেকদিন ছোট মাছ খেয়েছে, বড় চাইছে এখন। সেটা না এলে সবাই অখুশি।”