Winter in Kolkata: কাঁপুনি আর বেশিক্ষণের নয়, রবিবার থেকে ফের ঘুরে যাচ্ছে খেলা
Winter in Kolkata: এদিন দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা দেখা গিয়েছে শ্রীনিকেতনে। ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে তা আবার ৯.১ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় পারা নেমে গিয়েছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াসে।
কলকাতা: নববর্ষের শুরু থেকেই ফের চেনা মেজাজে শীত। কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বড়সড় পারাপতন দেখতে পাওয়া গিয়েছে। হাওয়া অফিস বলছে শনিবার পর্যন্ত তাপমাত্রা একইরকম থাকবে। তবে রবিবার থেকে ফের পারা ঊর্ধ্বমুখী হতে পারে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। পারা চড়তে পারে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের একাধিক জেলায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে তাপমাত্রার গ্রাফ। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আটকে যাবে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। সঙ্গে বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়ার দাপটও বাড়বে। এর ফলেই বছরের প্রথম উইকেন্ডে উষ্ণতার ছোঁয়া মিলতে পারে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।
এদিকে এদিন দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা দেখা গিয়েছে শ্রীনিকেতনে। ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে তা আবার ৯.১ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় পারা নেমে গিয়েছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াসে। ঝাড়গ্রামে তা ৯ ডিগ্রির ঘরে। কলকাতায় আলিপুরে ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছিল সর্বনিম্ন তাপমাত্রা।
এই খবরটিও পড়ুন
উত্তরবঙ্গের একাধিক জেলায় হাড় কাঁপানো শীত। দার্জিলিংয়ের পারা নেমে গিয়েছে ১.৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কালিম্পংয়ে ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী মঙ্গলবার দার্জিলিং, কালিম্পংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে। একইসঙ্গে সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।