AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: এনুমারেশন ফর্মে ভুল রয়েছে জানিয়ে কেউ OTP চাইলে কী করবেন? সতর্ক করল কমিশন

ECI do not ever ask for any OTP: হঠাৎ করে কেন এই বিজ্ঞপ্তি দিল সিইও অফিস? ওয়াকিবহাল মহল বলছে, সাইবার প্রতারণা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় এনুমারেশন ফর্ম পূরণকে হাতিয়ার করে সাইবার প্রতারকরা যাতে সাধারণ মানুষকে প্রতারণা না করতে পারে, তার জন্য সতর্ক করল কমিশন। কারণ, ফর্ম ঠিকমতো পূরণ হয়েছে কি না, তা নিয়ে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বিচলিত থাকবেন। ফলে ফর্মে ভুল রয়েছে জানিয়ে বিএলও কিংবা কমিশনের নাম করে কেউ ফোন করে ওটিপি চাইলে, অনেকে প্রতারকদের ফাঁদে পা-ও দিতে পারেন।

SIR: এনুমারেশন ফর্মে ভুল রয়েছে জানিয়ে কেউ OTP চাইলে কী করবেন? সতর্ক করল কমিশন
কী বলছে কমিশন?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 18, 2025 | 7:08 AM
Share

কলকাতা: এসআইআর(SIR)-র জন্য এনুমারেশন ফর্ম পূরণ করেছেন। কিন্তু, ফর্ম ঠিকমতো পূরণ হয়েছে কি না, তা নিয়ে চিন্তায় রয়েছেন। হঠাৎ দেখলেন, আপনার মোবাইলে একটি ওটিপি এসেছে। তারপর ফোন করে কেউ একজন বললেন, এনুমারেশন ফর্মে কিছু ভুল রয়েছে। আপডেটের জন্য ওটিপি-টি লাগবে। কী করবেন? এই নিয়েই এবার ভোটারদের সতর্ক করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

কী বলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর?

রীতিমতো প্রেস বিবৃতি দিয়ে CEO অফিস জানিয়েছে, জাতীয় নির্বাচন কমিশন কিংবা সিইও অফিস এসআইআর সংক্রান্ত কাজের জন্য কখনও কারও মোবাইলে ওটিপি পাঠায় না। এবং ফোন করে ওটিপি জানতে চায় না। সিইও অফিসের এই প্রেস বিবৃতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে কলকাতা পুলিশও।

হঠাৎ করে কেন এই প্রেস বিবৃতি দিল সিইও অফিস? ওয়াকিবহাল মহল বলছে, সাইবার প্রতারণা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় এনুমারেশন ফর্ম পূরণকে হাতিয়ার করে সাইবার প্রতারকরা যাতে সাধারণ মানুষকে প্রতারণা না করতে পারে, তার জন্য সতর্ক করল কমিশন। কারণ, ফর্ম ঠিকমতো পূরণ হয়েছে কি না, তা নিয়ে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বিচলিত থাকবেন। ফলে ফর্মে ভুল রয়েছে জানিয়ে বিএলও কিংবা কমিশনের নাম করে কেউ ফোন করে ওটিপি চাইলে, অনেকে প্রতারকদের ফাঁদে পা-ও দিতে পারেন।

এই বিষয়ে সতর্ক থাকার জন্য দিন কয়েক আগে সমাজ মাধ্যমে বলেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়রা। আবার বারাসতের কদম্বগাছিতে শনিবার এই ঘটনা ঘটে। সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছিলেন। তারপর সোমবার এই প্রেস বিবৃতি কমিশনের।

এদিকে, আজ(১৮ নভেম্বর) কলকাতায় আসছে কমিশনের বিশেষ টিম। মঙ্গলবার কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে তারা। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বৈঠক হবে। এরপর বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কমিশনের বিশেষ টিমের প্রতিনিধিরা বৈঠক করবেন। এদিনই কৃষ্ণনগর রওনা দেবে কমিশনের টিম। রাতে সেখানে থাকবে। তারপর ১৯ নভেম্বর নদিয়া ও মুর্শিদাবাদে বৈঠক করবে। ২০ নভেম্বর মালদায় পৌঁছবে কমিশনের টিম। সেখানে বৈঠক করে বন্দে ভারত এক্সপ্রেসে চেপে কলকাতায় ফিরে আসবে। কলকাতায় রাতে থাকবে কমিশনের টিম। ২১ নভেম্বর সকাল ১০টা থেকে নিউটাউনে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং (FLC) নিয়ে একটি কর্মশালায় যোগ দেবেন কমিশনের প্রতিনিধিরা। ।