Hindol Majumdar: শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন, চাইলে এখন কি স্পেনে যেতে পারবেন যাদবপুরের প্রাক্তনী হিন্দোল?
Hindol Majumdar: এদিন হিন্দোলের আইনজীবী গোপাল হালদার তাঁর মক্কেলের জামিনের আবেদন জানান। জামিনের আবেদনের সময় হিন্দোলের আইনজীবী আর্জি জানান, এমন কোনও কঠিন শর্ত যেন আরোপ না-করা হয়, যাতে তাঁর মক্কেলের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ে। সরকারি আইনজীবী জামিনের আবেদনের বিরোধিতা করেন।

কলকাতা: জঙ্গি আফতাব আনসারির সঙ্গে তাঁর তুলনা করেছিলেন রাজ্য সরকারের আইনজীবী। তবে জামিন পেয়েছেন তিনি। কিন্তু, গবেষণার জন্য ফের কবে স্পেনে যেতে পারবেন যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার? চাইলে কি এখনই তিনি স্পেনে ফিরে যেতে পারবেন? তাঁর জামিন মঞ্জুর করলেও কী কী শর্ত দিল আলিপুর আদালত?
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত স্পেনে পিএইচডি-রত হিন্দোল। স্পেন থেকে দিল্লিতে পা রাখতেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার তাঁকে আদালতে তুলেছিল কলকাতা পুলিশ। শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় তাঁকেই মূল চক্রী বলা হয়। সেই সময় রাজ্যের আইনজীবী তাঁর সঙ্গে জঙ্গি আফতাব আনসারির তুলনা করেছিলেন। কীভাবে আফতাব আনসারি দুবাইয়ে বসে কলকাতার আমেরিকা সেন্টারে হামলা চালিয়েছিলেন, সেকথা তুলে ধরেছিলেন।
এদিন হিন্দোলের আইনজীবী গোপাল হালদার তাঁর মক্কেলের জামিনের আবেদন জানান। জামিনের আবেদনের সময় হিন্দোলের আইনজীবী আর্জি জানান, এমন কোনও কঠিন শর্ত যেন আরোপ না-করা হয়, যাতে তাঁর মক্কেলের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ে। সরকারি আইনজীবী জামিনের আবেদনের বিরোধিতা করেন।
দুই পক্ষের সওয়াল-জবাব শেষে এক হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক। একাধিক শর্তও বেঁধে দেন। কী কী সেই শর্ত? বিচারক নির্দেশ দিয়েছেন, সপ্তাহে ২ দিন তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে। আদালতে মামলার ডেট থাকলে উপস্থিত থাকতে হবে। কাউকে ভয় দেখাতে পারবে না। যে অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল, সেই ধরনের ঘটনা ঘটানো যাবে না। তবে পাসপোর্ট জমা দিতে বলেনি।
তাহলে কি এখন চাইলে স্পেনে ফিরে যেতে পারেন হিন্দোল? আইনজীবীরা বলছেন, পাসপোর্ট জমা দিতে না বললেও এখনই স্পেনে যেতে পারবেন না হিন্দোল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ চার্জশিট জমা পড়া পর্যন্ত থাকতে হবে এখানেই। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আদালতে তাঁকে হাজিরা দিতে হবে। ফলে জামিন পেলেও চার্জশিট জমা পড়া পর্যন্ত দেশের বাইরে যেতে পারবেন না তিনি।

