Fire Arms Recover: ডাকাতির ছক, তার আগেই ভেস্তে দিল পুলিশ

Bardhaman: পুলিশ সূত্রে খবর, ১৯ নম্বর জাতীয় সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল অভিযুক্ত তিনজন দূষ্কৃতী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে হানা দেয় পুলিশ। তারপরই পাকড়াও হয় তারা। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে নিয়েছে তারা এই রাস্তায় চুরি ও ডাকাতির কাজে যুক্ত।

Fire Arms Recover: ডাকাতির ছক, তার আগেই ভেস্তে দিল পুলিশ
আগ্নেয়াস্ত্র উদ্ধার Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2024 | 5:28 PM

কলকাতা: কসবার ঘটনার পর থেকেই তৎপর পুলিশ। জেলায়-জেলায় চলছে তল্লাশি। বারুইপুর পুলিশ জেলা, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে অভিযানে পুলিশি অভিযান হয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্র। এর মধ্যে পূর্ব বর্ধমানে আবার ডাকাতি করতে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ তিন ডাকাত ধরা পড়েছে পুলিশের জালে।

পুলিশ সূত্রে খবর, ১৯ নম্বর জাতীয় সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল অভিযুক্ত তিনজন দূষ্কৃতী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে হানা দেয় পুলিশ। তারপরই পাকড়াও হয় তারা। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করে নিয়েছে তারা এখানে চুরি ও ডাকাতির কাজে যুক্ত।

ধৃতদের কাছ থেকে একটি রিভেলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তরা হল সোহেল কাজি, শেখ হানিফ ও হায়দার আলি মল্লিক। এরা সকলেই বর্ধমান শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার পুলিশ বর্ধমান আদালতে পেশ করে।