Fire near Eden Gardens: ইডেনের সামনেই যাত্রীবোঝাই বাসে আগুন, ঘন ধোঁয়ায় আতঙ্ক ছড়াল গ্যালারিতে

Eden Gardens: প্রথমে পুলিশকর্মীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পাঠানো হয় দমকলেও। দমকলের একটি ইঞ্জিন এসে শেষ পর্যন্ত মিনিবাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

Fire near Eden Gardens: ইডেনের সামনেই যাত্রীবোঝাই বাসে আগুন, ঘন ধোঁয়ায় আতঙ্ক ছড়াল গ্যালারিতে
ইডেনের সামনে বাসে আগুন
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 1:26 PM

কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রঞ্জির ম্যাচ। বাংলা বনাম সৌরাষ্ট্র। স্টেডিয়াম চত্বরের বাইরে সাজো সাজো ব্যাপার। ম্যাচ দেখতে প্রবেশ অবাধ। তাই স্টেডিয়াম চত্বরের বাইরে ক্রিকেটপ্রেমীদের ভিড়টা ছিল। আর এসবের মধ্যে দুর্ঘটনা। ইডেন গার্ডেন্সের বাইরের রাস্তায় হঠাৎ করে একটি চলন্ত মিনি বাসে আগুন (Fire in Bus) লেগে যায়। চারিদিকে ঘন সাদা ধোঁয়ায় ঢেকে যায়। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচলতি সাধারণ মানুষের মনে। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার জেরে রাস্তার যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। পুলিশকর্মীরা দ্রুত অন্যান্য গাড়িগুলিকে আগুন লাগা মিনিবাসের থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন। প্রথমে পুলিশকর্মীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পাঠানো হয় দমকলেও। দমকলের একটি ইঞ্জিন এসে শেষ পর্যন্ত মিনিবাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

এসপ্ল্যানেড – বোটানিক্যাল গার্ডেন রুটের ওই মিনিবাসটিতে হঠাৎই আগুন লাগে। চারিদিক ধোঁয়ায় ভরে যায়। জানা যাচ্ছে, ধোঁয়া এতটাই বেশি ছিল যে ইডেনের গ্যালারিতে বসে যাঁরা খেলা দেখছিলেন, তাঁদেরও অনেকে বাইরে বেরিয়ে আসেন। জানা যাচ্ছে, ওই বাসটিতে যখন আগুন লাগে, তখন যাত্রীও ছিলেন ভিতরে। তবে স্বস্তির বিষয় যে আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা বাস থেকে নেমে আসতে পেরেছিলেন এবং কোনও যাত্রী আহত হননি। তবে এই নিয়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয় যাত্রীদের মনে। যেভাবে রঞ্জি ম্যাচের দিনে ইডেনের সামনে এই আগুন লাগল বাসে, তাতে যে কোনও মুহূর্তে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

যদিও কী কারণে এই দুর্ঘটনা সেই বিষয়টি স্পষ্ট হয়নি। মিনিবাসের চালক জানাচ্ছেন, হঠাৎ করেই বাসে আগুন লেগে যায়। তবে সময়মতো যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল। দুর্ঘটনার পর বাসটির ইঞ্জিন স্টার্ট হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, এর আগেও কলকাতায় বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তারাতলায় ব্রিজের উপর গতবছরের সেপ্টেম্বরে একটি স্কুলবাসে আগুন লেগেছিল।