Fire in Kolkata: রাজারহাটে আবাসনে ভয়াবহ আগুন, খবর পেয়ে ছুটলেন বিধায়ক

Fire in Kolkata: খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়নপুর থানার পুলিশ। ছুটে আসেন স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও। প্রাথমিক তদন্তে দমকল ও পুলিশের অনুমান শর্ট-সার্কিটের কারণেই এ ঘটনা ঘটেছে। যদিও তারপরেও চলছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে।

Fire in Kolkata: রাজারহাটে আবাসনে ভয়াবহ আগুন, খবর পেয়ে ছুটলেন বিধায়ক
রাজারহাটে আগুন Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2024 | 10:34 PM

কলকাতা: ফের শহরের বুকে অগ্নিকাণ্ড। এবার চাঞ্চল্য নারায়নপুরে। নিউটাউন রাজারহাট রোডে ডিরোজিও কলেজের সামনে বহুতল আবাসনে ভয়াবহ আগুন। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। প্রথমে আবাসনের ষষ্ঠ তলা থেকে ধোঁয়া বের হতে দেখেন এলাকার লোকজন। আগুন লাগার খবর পাওয়া মাত্রই অন্যান্য ফ্ল্যাট থেকেও বাসিন্দারা আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন।

এদিকে ততক্ষণে খবর চলে গিয়েছে দমকলে। খবর পাওয়া মাত্রই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। বেশ কিছুক্ষণের চেষ্টা শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে আগুন আর ধোঁয়ার মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন এক বৃদ্ধ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়নপুর থানার পুলিশ। ছুটে আসেন স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও। প্রাথমিক তদন্তে দমকল ও পুলিশের অনুমান শর্ট-সার্কিটের কারণেই এ ঘটনা ঘটেছে। যদিও তারপরেও চলছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে। তবে বড় হতাহতের কোনও খবর না মেলাতে খানিকটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলছেন আবাসনের লোকজন।